Jhankar Mahbub

আমি ঝংকার মাহবুব।

বসের ঝাড়ি খাওয়া সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে শিকাগো শহরের নিলসেন কোম্পানিতে কামলা খাঁটি।

এর আগে তেমন কিছু করার ছিল না বলে, বুয়েটের IPE বিভাগ এ সেকেন্ড হইছি। দেশে ৩ বছর নিজের স্টার্টআপ দিছি। তারপর দেশের গরমকে দোষারোপ করে চলে আসছি শীতের কামড় খাওয়া দেশে। শেষমেষ নর্থ ড্যাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এ মাস্টার্সও করে ফেলছি। মাঝের সাতবছর সুপ্তনিদ্রা শেষে আবার স্টার্টআপের পিছনে দৌড়াচ্ছি।

ছুটির দিনগুলোতে কিছু করার থাকে না বলে, প্রোগ্রামিং নিয়ে তিনটা বই লিখে ফেলেছি। হাবলুদের জন্য প্রোগ্রামিং, প্রোগ্রামিংয়ের বলদ টু বস, আর প্রোগ্রামিংয়ের চৌদ্দগোষ্ঠী। এছাড়াও নিজের ব্যাটারির চার্জ ধরে রাখতে লিখে ফেলেছি- রিচার্জ your ডাউন ব্যাটারি, প্যারাময় লাইফের প্যারাসিটামল, চেষ্টার জিমনেসিয়াম ফিউচারের ক্যালসিয়াম।

দুইবার ম্যারাথন (৪২.২ কিলোমিটার) দৌড়, স্কাইডাইভ, টাফ মাডার, নিজের এখনকার স্টার্টআপ, ওয়ার্কশপ, শিকাগোর দুইটা মিটআপ গ্রূপ নিয়ে ব্যস্ততার মাঝে USA, ইউরোপ, বাংলাদেশ প্রোগ্রামিং নিয়ে টক দেই।তারপর বাড়তি সময় পেলে ভিডিও বানাই। ফেইসবুকে লিখি। বাকি সময় খালি খাইদাই আর ঘুমাই।