38A Beechwood Street

নমস্কার,,38A Beechwood Street ইউটিউব চ্যানেল এ আপনাদের স্বাগত জানাই। সকল শ্রোতা বন্ধুদের জানাই সশ্রদ্ধ প্রণাম এবং আন্তরিক ভালোবাসা। আমাদের এই গতিশীল ব্যস্ত জীবনে প্রায় সকল বিষয়ই ডিজিটাল হয়ে গেছে। দুপুরে মাঠে খেলতে যাওয়ার বদলে আমাদের হাতে এসেছে ই - স্পোর্টস। আর এই সবের মাঝে হারিয়ে গেছে , হঠাৎ সন্ধ্যার পর লোডশেডিং হয়ে গেলে বাড়ির সমস্ত সদস্যরা একত্রিত হয়ে নানা ধরনের গল্প করা।

এবং আমরা সেই স্বল্প প্রাচীন কিন্তু বিলুপ্তের পথে থাকা অতীতকে বাঁচিয়ে রাখার একটি ছোট্ট প্রচেষ্টা শুরু করেছি। যেখানে আমরা আমাদের মাতৃভাষায় , ভিন্ন স্বাদের নানা ধরনের গল্প পাঠ করার চেষ্টা করছি। আমরা কেউই পেশাদার নই। নতুন কিছু শিখতে এবং আপনাদের সাথে ভাগ করতে আমরা পছন্দ করি। 20th June 2023 সালে আমাদের এই যাত্রা শুরু হয়। আপনারা যদি আমাদের এই উদ্যেগে আমাদের পাশে থাকেন তাহলে আমরা আরও এগিয়ে চলার অনুপ্রেরণা পাবো।

সকলেই সুস্থ থাকুন, এই কামনাই করি।

ধন্যবাদ...