ATR TV

‘এটিআর.টিভি’ ‘সত্য প্রবর্তনে ঐক্য’ শ্লোগান হৃদয়ে ধারণ করে কার্যক্রম পরিচালনা করছে। এটি অদূর ভবিষ্যতে অনলাইন ভিত্তিক টিভি সমূহের মধ্যে সেরা ও ভিন্নধর্মী হওয়ার পরিকল্পনা ও কার্যক্রম নিয়ে এগুচ্ছে।

এটিআর.টিভি ১৯ মার্চ ২০২০ থেকে নিয়মিত অনুষ্ঠান প্রচার করছে। এটিআর.টিভির প্রথম এবং বহুল জনপ্রিয় অনুষ্ঠান হচ্ছে ‘দোয়ায় শান্তি: বিপদে মুক্তি’। প্রতিদিন বাদ আছর ঝালকাঠির নেছারাবাদ কেন্দ্রীয় জামে মসজিদে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যান ও মুক্তি কামনায় অনুষ্ঠিত ‘দোয়া-মোনাজাত’ ভিত্তিক অনুষ্ঠান এটিআর.টিভি-র ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ সম্প্রচার হয়। যা এটিআর.টিভির ওয়েবসাইটেও পাওয়া যায়।

এটিআর.টিভির আলোচিত আরেকটি অনুষ্ঠান হল ‘ছওতুল মুছলিহীন’। আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার রাত দশটায় মুসলিম উম্মাহর শান্তি-মুক্তি ও কল্যন কামনায় বিশেষ দিক-নির্দেশানমূলক আলোচনা পেশ করেন। দর্শকরা দেশ-বিদেশ থেকে হুজুরের সাথে মত-বিনিময় করার সুযোগ লাভ করে। অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হয়।

সকলের সহযোগিতায় এটিআর-টিভি অদূর ভবিষ্যতে একটি প্রতিশ্রুতিশীল গণমাধ্যমের ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।