Study 1.2M

হোঁচট খেয়ে থেমো না তুমি,
পথের শেষ নয় এ জীবন ভূমি।
অন্ধকার যতই আসুক পথে,
আলো জ্বলে নিজের হাতে।

স্বপ্ন যদি রাখো মনে,
ভয় পাবে না কোন ক্ষণে।
পরিশ্রম আর ধৈর্য মিলে,
সাফল্য আসবেই জীবনের তিলে তিলে।📒