Akhter community Based Rehabilitation Center

আকতার কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেন্টার (ACBRC)
ঠিকানা: আম্বারিয়া, বেলকুচি, সিরাজগঞ্জ ফোন: ০১৯৪২৮৩৯৬৬৫ | ইমেইল: [email protected]
🎯 প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও দর্শন
আকতার কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন সেন্টার (ACBRC) একটি জনহিতৈষী  জনকল্ল্যান মুলুক  মানবিক এবং সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান, যা সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সার্বিক ফিজিওথেরাপি চিকিৎসার উন্নয়ন, পুনর্বাসন এবং স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এ প্রতিষ্ঠান বিশ্বাস করে— "প্রতিটি মানুষ বিশেষ এবং যথাযথ সহায়তা পেলে সমাজের সম্পদে পরিণত হতে পারে।"
🏛️ প্রতিষ্ঠার পটভূমি
বিশিষ্ট ফিজিওথেরাপি ও পুনর্বাসন বিশেষজ্ঞ ডা. মোঃ আকতার হোসেন এর উদ্যোগে এই কেন্দ্রটির যাত্রা শুরু। তিনি একজন গবেষক, লেখক এবং চিকিৎসাবিজ্ঞানী যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ থেকে বি.এস.সি ও এম.এস.সি ইন ফিজিওথেরাপি এবং এমপিএইচ ইন নন-কমিউনিকেবল ডিজিজ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি একজন পিএইচডি ফেলো গবেষক হিসেবেও যুক্ত আছেন।