Alapi mon (আলাপি মন)

Bengali Vlog Videos. @West Bengal, INDIA Here's the Bengali translation of your message:

হ্যালো বন্ধুরা, আমার নাম অরূপা ব্যানার্জি, আমি কলকাতা, উত্তর ২৪ পরগনা থেকে এসেছি। আমি সম্প্রতি ইউটিউবে এই সুন্দর যাত্রা শুরু করেছি। একজন ভালো কনটেন্ট ক্রিয়েটর হওয়া, যে একসাথে শিক্ষামূলক ও বিনোদনমূলক কনটেন্ট দিতে পারে, সেটাই আমার লক্ষ্য। একজন গৃহবধূ হিসেবে আমি ইউটিউব-এ আমার কনটেন্ট তৈরির দক্ষতা উন্নত করতে চাই আপনাদের সবার সহযোগিতায়। আমি প্রতিদিনের জীবনের ছোট ছোট বিষয় যা করি বা যেগুলোর মুখোমুখি হই, তা নিয়মিত আপলোড করি।

আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ফলো করে আমাকে বড় হতে সাহায্য করুন। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি এই নতুন কনটেন্ট ক্রিয়েশনের যুগে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি এবং আপনাদের সবার মনোরঞ্জন করতে পারি। বর্তমানে স্বামীর কর্ম সূত্রে আমি হাওড়া শিবপুরে আছি ...

ধন্যবাদ।