বহমান বাবা বেদম ওয়ার্সী আল-জাহাঙ্গীর(BBBWAJ)

প্রিয় দর্শক-বহমান বাবা বেদম ওয়ার্সী আল-জাহাঙ্গীর@bbbwaj-চ্যানেলে আপনাকে স্বাগতম।এই চ্যানেলটি সুফিবাদ ও আধ্যাত্ববাদ নির্ভর। এখানে আপনি সুফিবাদ ও ইসলাম,আত্মদর্শন তথা আত্মপরিচয় ,ধ্যান-সাধনা,মোরকাবা-মোশাহেদা,শয়তানের পরিচয়,নফস ও রূহের পরিচয়,নবী ও রাসূলের পার্থক্য,মাজার ও কবরের পার্থক্য,দায়েমী তথা সার্বক্ষণিক সালাতের পরিচয়,ধর্মের মূল দর্শন তথা উদ্দেশ্য সম্বন্ধে অতি চমৎকার ও নির্ভরযোগ্য আলোচনা শুনতে পারবেন এবং কালজয়ী সুফি দার্শনিক চেরাগে জান শরীফ-কালান্দার ডাঃ বাবা জাহাঙ্গীর বা-ঈমান আল সুরেশ্বরীর অডিও-ভিডিও ওয়াজগুলো পেয়ে থাকবেন এবং নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে শুনবেন ও গবেষণা করার চেষ্টা করবেন এবং উনার দেখানো পদ্ধতিতে সত্য সাগরে অবগাহনের জন্য অন্তত একটিবার হলেও চার(৪)মাসের একটি মোরাকাবা তথা ধ্যান-সাধনা করার মাধ্যমে সুফিজমের সত্যতা যাচাই করার অনুরোধ করছি। জয়গুরু।