Urme Chowdhury
My personal Vlog
ডিভোর্সের আগে সন্তানের কথা একটু চিন্তা করুন।আপনি হয়তো ভালো থাকবেন কিন্তু আপনার সন্তান কি ভালো থাকবে
আমার কোন মেয়ে নাই বোনটা ছিলো সুখ দুঃখের কথা শেয়ার করতাম।আল্লাহ খুশি হয়ে আমার থেকে নিয়ে গেছেন😭
ইতালিতে চাকরি করলে অনেক সুবিধা।বড়দিন উপলক্ষে বোনাস আর বোনাস দেয় কোম্পানি থেকে🥰
ইতালিয়ান গেট টুগেদার অনুষ্ঠানে গিয়ে খাবার দেখে মন খারাপ হয়ে গেলো।।
রেহানা রাখি আপুর দাদা কাজটা কি ঠিক করছে??গরিবের হক নষ্ট করছেন।এটা কেমন আনন্দ???
গেট টুগেদার অনুষ্ঠানে ইতালিতে ১০ বছর কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার ও অভিনন্দনপত্র পেলাম🤲
কর্ম কথা বলে।যে যেমন কাজ করবে সেই তেমন কর্ম পাবে।।
মা হয়ে ছেলের বিয়ের পর সুন্দর মতো সংসার করবে এটা সহ্য করতে পারি না!!
ইতালিতে অনেকদিন পর সাপ্তাহিক হাটে ঘুরতে গেলাম।এতো সুন্দর সুন্দর সবকিছু পাওয়া যায় এই হাটে😱
ইতালিতে ২৫ বছর পর শখটা পূরণ করতে পারছি,আলহামদুলিল্লাহ!!
আমি ইতালিতে কি কাজ করি,ঘন্টায় কতো টাকা পাই,মাসে বেতন কতো??অনেকে জানতে চায়।।
ধন্যবাদ হাজব্যান্ডকে মনের মতো শপিং করতে পারছি।তবে অনেক আফসোস হয় বয়সের জন্য অনেক কিছু কিনতে পারি না।
মনে করছি রেহানা রাখি,দিশার মা,রিয়া মনিকে নিয়ে কোন ভিডিও করবো না।ভিডিও টা দেখে চুপ থাকতে পারি নাই।
অবশেষে নোয়াখালীর সম্মান রক্ষা করছেন রেহানা রাখি।রিয়া মনি আর ফুল বিক্রি করতে হবে না!!
ছোট ভাই-বোন হলো সন্তানের মতো ছোট ভাই তুহিনে iPhone 17 pro max কিনছে।সত্যি আমি অনেক খুশি হলাম🥰
ছুটিদিন মানে আমর ঈদের দিন কারণ দুই ছেলে,বৌমা,নাতিদের সাথে খেবো,গল্প করবো।ধন্যবাদ ছোট বৌমাকে❤️
পালিয়ে যাওয়া মেয়ের কাছে বাবার লেখা চিঠি পড়ে বুকটা কেঁপে উঠল😭
ইতালিতে প্রচুর বাংলাদেশিদের ঘর চুরি হচ্ছে।আমার নিজের ঘরও চুরি হয়েছে।কোথায় গোল্ড অর্থ রাখবেন!!
অনেক দিন থেকে ভাবছি গাড়িটা পরিবর্তন করবো তাই গাড়ি দেখতে গেলাম।শোরুমের মালিককে দেখে অবাক হলাম🫢
হাজব্যান্ডের সাথে শপিং করতে গেলাম অনেককিছু শপিং করলাম নিজের টাকায়।ব্যাংক খালি হয়ে গেছে!!
ইতালিতে ডাক্তার দেখাবো সিরিয়াল পেয়েছি ১ বছর পর।রোগ আমার চিন্তা ডাক্তারের!!
ফারহানা বিথীর টিমের শাওনের মৃত্যুর কারণ খুঁজে পেলাম আমি!!
মানুষ কিভাবে অন্যোর মৃত্যু কামনা করে ভয় লাগে না!!
এতো কুয়াশার মধ্যে রাতের অন্ধকারে কলিগদের সাথে পিৎজা খেতে যাচ্ছি।অনেক ভয় পেলম গাড়ি ড্রাইভ করতে!!
ঝড় বৃষ্টির মধ্যে ডাক্তার দেখাতে যাচ্ছি।না হয় জরিমানা দিতে হবে আমাকে তারিখ মতো না ডাক্তার না দেখালে!
মাটির জিনিস বানানো অনেক কষ্টের।না দেখলে জানতাম না।আর কোনদিন দামাদামি করবো না মাটির কিছু কিনতে!!
ইতালি গরিবের মার্কেট থেকে বাজার করতেছি।সবকিছুর দাম বেড়ে আগুন 🔥
ইতালিতে আমার শখের সবজি বাগান থেকে ৭ টা মিষ্টি কুমড়ো কাটছি,সবাইকে দিয়ে খাবো🥰
আমি চাই আমার হাজব্যান্ড পরকালে জান্নাতে যাবে তাই এক কাজটা করলাম!!
ইতালিতে আমার এক টুকরো বাংলাদেশ।যেখানে আমার শান্তি লুকিয়ে আছে🥰