Харадж Мукерджи – тема

খরাজ মুখোপাধ্যায় একজন ভারতীয় অভিনেতা ও নেপথ্য গায়ক। ১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। প্রায় তিন দশক ধরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানি, দ্য নেমসেক, এক্সিডেন্ট, মুক্তধারা, স্পেশাল ২৬, জাতিস্মর সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।