কিযে মায়া লাগে আমার। Live Concert 2025। জুনায়েদ ইভান।আয়োজনে ধনবাড়ী স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন।
Автор: KABIR DEWANA
Загружено: 2025-11-23
Просмотров: 345
Song: Nijer Jonno
Band: Ashes
Album: Antosharshunno ( অন্তঃসারশূন্য )
Lyrics and Tune by Zunayed Evan
Ashes live concert 2025
আয়োজনে ধনবাড়ী স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন।
আমি তো অনেকদিন আকাশের তারা গুনিনা
আমি তো এখন আর আমাকে খুঁজে পাইনা
আমি তো তোমাদের পথের কাঁটা হয়ে
আচমকা ঘৃণার মাঝে বেঁচে থাকা দায়
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিঃশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
আমি তো ভেতরে সুপ্ত প্রতিভা নিয়ে
পাপের বন্ধনে থাকা সরল মানুষ
টগবগে রক্ত বিপ্লবী নকশার মন
দুয়োর বন্ধ ঘরে ফুরিয়ে গেছে
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
এই ক'টা দিন আমি বাঁচার জন্য বাঁচতে চাইনা
এই ক'টা নিশ্বাস ফুরালে যাবো বিশ্বাস হয়না
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
কী যে মায়া লাগে আমার নিজের জন্য আহারে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: