দুটি জলে ভেজা চোখ 🎤 সতীনাথ মুখোপাধ্যায় (with lyrics)
Автор: Tahmina Haque
Загружено: 2025-06-21
Просмотров: 2263
গীতিকার : পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার : সতীনাথ মুখোপাধ্যায়
🎤 সতীনাথ মুখোপাধ্যায়
দুটি জলে ভেজা চোখ
আজও কেন বারেবারে মনে পড়ে
কার শেষ অনুরোধ আজও
কেন বারেবারে মনে পড়ে
আমি আজও তরী বেয়ে যাই
কি নিয়ে গান বলো গাই
একা একা কোথা যাই
পাথেয় আমার আজ কিছু নাই।
(আমি) আজো তরী বেয়ে যাই।।
সাথীহারা জীবনের অসহ যে বেদনা
সারাটি জীবন আমি সে বোঝা বয়ে যাই।
সে বোঝা বয়ে যাই...
সারাটি জীবন আমি সে বোঝা বয়ে যাই।
আজো তরী বেয়ে যাই।।
এত জ্বালা সয়েছি তবু হার মানি না
জনমে জনমে আমি তোমারে যেন পাই।
তোমারে যেন পাই...
জনমে জনমে আমি তোমারে যেন পাই।
আজো তরী বেয়ে যাই।।
কি নিয়ে গান বলো গাই
একা একা কোথা যাই
পাথেয় আমার আজ কিছু নাই
দুটি জলে ভেজা চোখ মনে পড়ে …..
দুটি জলে ভেজা চোখ
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: