GANGASAGAR 2026
Автор: SNB Miles To GO
Загружено: 2026-01-21
Просмотров: 34
গঙ্গাসাগর শুধু একটি জায়গা নয়।
গঙ্গাসাগর একটি যাত্রা—বিশ্বাসের যাত্রা।
প্রতি বছর ভারতের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে আসেন এই পবিত্র স্থানে, যেখানে পবিত্র গঙ্গা নদী মিলেছে বঙ্গোপসাগরের সঙ্গে। এই ডকুমেন্টারিতে আমরা সেই যাত্রাকেই অনুসরণ করেছি—কলকাতার বাবুঘাট থেকে শুরু করে গঙ্গাসাগর মেলা পর্যন্ত।
ড্রোন ভিউ, লঞ্চ পারাপার, মানুষের দীর্ঘ লাইন, রাতের থাকা, হোগলা পাতার অস্থায়ী ঘর, কপিল মুনি আশ্রম, আর সাগরে পুণ্যস্নানের মুহূর্ত—সব মিলিয়ে এই ছবি তুলে ধরে গঙ্গাসাগরের মানবিক ও আধ্যাত্মিক দিক।
এখানে মানুষ আসে প্রার্থনা নিয়ে, আশা নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে।
কেউ আসে মানত করতে, কেউ আসে কৃতজ্ঞতা জানাতে, আবার কেউ আসে শুধু শান্তির খোঁজে।
গঙ্গাসাগর শুধু স্নানের গল্প নয়।
গঙ্গাসাগর মানুষের ভেতরের এক যাত্রার গল্প—
যেখানে অনেক কিছু নিয়ে আসা হয়,
আর অনেক কিছু ফেলে রেখে যাওয়া হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: