ভেঙ্গে যাওয়া কোমড়ে রড স্ক্রু দিয়ে স্পাইন সার্জারির রোগীর অনুভূতি
Автор: Neurosurgeon Humayun Rashid
Загружено: 2025-09-26
Просмотров: 15
জীবনের প্রতিটি দিনই নতুন এক পরীক্ষা।
৫০ বছর বয়সী এক মা হঠাৎ পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে ফেললেন। তীব্র ব্যথায় হাঁটতে পারছিলেন না, স্ট্রেচারে ভর করেই আমাদের কাছে আসতে হয়েছিল। পায়ের শক্তি হারিয়ে ফেলেছিলেন, প্রস্রাবের জন্য ছিল ক্যাথেটার।
🔎 এমআরআই করে নিশ্চিত হই যে কোমরের একটি হাড় ভেঙে গেছে। ভীষণ হতাশ ছিলেন তিনি, মনে হচ্ছিল সবকিছু যেন থমকে গেছে। আমরা সাহস দিলাম, বুঝিয়ে বললাম—যত দ্রুত স্পাইনাল ফিউশন সার্জারি করা যায়, তত দ্রুত উন্নতির সম্ভাবনা থাকে।
আলহামদুলিল্লাহ! অপারেশনের প্রায় এক মাস পর তিনি হাসিমুখে নিজে হেঁটে আমাদের দেখতে এলেন, তারপর ফিরে গেলেন নিজ গ্রাম বরিশালে।
একজন নিউরো ও স্পাইন সার্জন হিসেবে রোগীদের এভাবে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া দেখতে পাওয়া সত্যিই পরম সৌভাগ্যের বিষয়।
বিশেষ দ্রষ্টব্য:
এই পেইজের মাধ্যমে শুধুমাত্র নিউরোসার্জারী ও স্পাইন সার্জারীর বিভিন্ন রোগের বিবরন ও যাবতীয় তথ্য, দিক নির্দেশনামূলক উপদেশ বা পরামর্শ দেওয়া হয়ে থাকে। রোগী নিজে সরাসরি না দেখে কোন ঔষধ সেবনের পরামর্শ পেইজ থেকে দেওয়া হয়না।
ডাঃ মোঃ হুমায়ন রশিদ
এমবিবিএস, এম এস (নিউরোসার্জারি)
ফেলো- আমেরিকান কলেজ অব সার্জন্স (এফ এ সি এস)
ফেলো- ইন্টারন্যাশনাল কলেজ অব সার্জন্স (এফ আই সি এস)
ফেলোশিপ ডিপ্লোমা স্কাল বেজ সার্জারি (ব্যাঙ্গালোর, ভারত)
ট্রেইন্ড ইন নিউরো এন্ডোস্কোপি- ব্রেইন এন্ড স্পাইন (হাইদ্রাবাদ, ভারত)
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নিউরোসার্জারি বিভাগ
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল
চেম্বার ১: পপুলার ডায়াগনোস্টিক সেন্টার লি:
উত্তরা সেক্টর:১৩, গরীব ই নেওয়াজ শাখা,
উত্তরা,ঢাকা
এপোয়েন্টমেন্ট: রাজীব: ০১৯১০২১১২০০
সময়: বিকাল ৪টা - ৬টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/pXbuShqSkjnRL...
চেম্বার ২: উত্তরা জেনারেল হাসপাতাল
বাড়ী: ৬৫,রোড:১৩,সেক্টর:১০,উত্তরা, ঢাকা
এপোয়েন্টমেন্ট: ০১৭১১২৯২৫১২
সময়: সন্ধ্যা ৬টা - ৭টা
গুগল ম্যাপ-
https://maps.app.goo.gl/xEdEEST9EiWPn...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: