বগুড়ার শনপচা চরের মানুষ যেভাবে গবাদিপশু পালনে নির্ভরশীল হয়ে উঠলো । Shonpocha Char Of Bogura
Автор: Munshi Anayet
Загружено: 2025-06-03
Просмотров: 97038
শনপচা চর বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় অবস্থিত। এই চরের বয়স ৬-৭ বছরের মত। এই জনপদের মানুষ অনেক আগেও এই চরেই বসবাস করলেও একটা সময় ভাঙনের শিকার হয়ে অন্যত্র চলে যায়। পরবর্তীতে এই চর জেগে উঠলে আবার ফিরে আসে। এই জনপদের মানুষ কৃষিনির্ভর হলেও আস্তে আস্তে তারা কৃষি থেকে সরে এসেছেন নানা কারণে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও কৃষিজ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে তারা ঝুঁকছেন গবাদি পশু পালনে।
এই পেশায় তারা কৃষির তুলনায় অধিক লাভের মুখ দেখছেন। অনেক বছর হলো তারা ও বাথানের রাখালেরা আরামেই গবাদি পশু পালন করতে পারলেও এখন তারা দিন কাটাচ্ছেন আতঙ্ক ও ভয়ে। মাঝেমধ্যেই দস্যুরা তুলে নিয়ে যায় তাদেরকে। বিভিন্ন কায়দা কৌশলে তাদের কাছ থেকে আদায় করছে মুক্তিপণ।
এসব কারণে অনেকটাই দিশেহারা এই জনপদের মানুষ।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: