মুমুর্ষ কয়েদির মতন একদিন মরে যাবো। লেখা : Tanvir Kabir Saikat. কন্ঠে : ছামী. VoiceBySami
Автор: ছামী
Загружено: 2025-06-21
Просмотров: 40
বছর গেল অনেক।
ভাবছি এবার ঘুরে দাঁড়াবো। নতুন উদ্যমে।
তবে উঠে দাঁড়াবো কি করে?
বেহুঁশ পাজোড়া বৃক্ষের মত নেতিয়ে পড়েছে, বেহুঁশ মনবাগানে।
জলছিটা, তোমার নিখুত পরিচর্যা কোন কিছুই আর এই পানিশূন্যতা সারাতে পারে না।
অতীতের লৌহকপাট ঘিরে দমবন্ধ অন্ধকারে আমার সমস্ত অনুভূতিরা আজ কারারুদ্ধ। মুমুর্ষ কয়েদির পোশাকে তার মৃত্যু হবে। তুমি টের পাবে? দেখবে..? রহস্যের অট্টহাসি নিয়ে একদিন হেসে যাবে বর্তমান। ভবিষ্যত?... টিপা
সে..ও পাকিয়ে ফেলবে গোলমাল। তোমার অতীত সেদিন ফিরে যাবে সঙ্গ দিতে, একা করে, তোমাকেই।
জানো,
ভালোবাসি, ভালোবাসি... আবার ঘেন্নাও করি
ভালোবাসি, আবার, আবার... সম্মানও করি
চাইলে পারতাম অভিশাপ লিখে দিতে সমসাময়িক লেখায় উপন্যাসের কোন শেষভাগে
পড়ে মনে হল, বিষাদ পাখি হয়ে উড়ে যাওয়াই ভালো।
যে শহর তোমার মতই অবিকল দুঃখ আঁকে,
নিঃস্ব অতীত পোড়াতে পোড়াতে সময়ের সাথে ফুর্তি করে,
এক আকাশ তালবেতাল অভিশাপ ছুঁড়ে
সেখানে বড়জোর একা শূন্য মাঠে একা কাকতাড়ুয়া হয়ে দাঁড়িয়ে থাকা ভালো। নিশ্চুপে সবার অট্টহাসি সহ্য করা ভালো। মনখারাপের বন্ধু হবা ভালো। প্রাচীন আকাশের ঘুড়ি কিংবা... কিংবা বিষাদ পাখি হবা ভালো।
কখনো আবার হাঁটতে চাইলে দূরের পথে ট্রেন হওয়া ভালো।
প্যাল্টফর্ম থেকে প্ল্যাটফর্ম, মানুষ থেকে মানুষ... কত কত কথা!
না, থাক! আজকাল তো প্রাণটাই নেই।
কথা ফুরোলে বরং বোবা কবিতা হবো...
অতীতের লৌহকপাট আঁকড়ে দমবন্ধ অন্ধকারে
মুমুর্ষ কয়েদির মতন একদিন মরে যাবো।
মুমুর্ষ কয়েদির মতন একদিন মরে যাবো।
#আবৃত্তি #কবিতারআবৃত্তি #আবৃত্তিচর্চা #motivation #banglapremerkobita #love #motivational #ছামী
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: