কিশোর গ্যাং এর শিকার, দশম শ্রেণীর ছাত্র মুন্না দেওনের একি অবস্থা ।
Автор: অপরাধ প্রকাশ
Загружено: 2025-11-19
Просмотров: 3719
তুচ্ছ ঘটনায় দশম শ্রেণীর ছাত্র মুন্না দেওয়ানকে, পিটিয়ে হ#ত্যা ।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম:
মির্জাপুর থানা দিন বানাইল ইউনিয়নের ,পাইকপাড়া গ্রামের, মোঃ হাসু দেওয়ান এর ছেলে, মুন্না দেওয়ান (১৫) কে গত ১৬ নভেম্বর আনুমানিক রাত ৮ টার দিকে কিশোর গ্যাং এর হামলায় মর্মান্তিকভাবে আহত হয়ে, চিকিৎসাধীন অবস্থায় গত কাল ১৮ নভেম্বর আনুমান বিকেল ৫ টায় মৃ#ত্যুবরণ করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায় দেলদুয়ার থানাধীন, কুমারজানী গ্রামের, আজিজুল মেম্বারের বাড়িতে, একই গ্রামের তিনজন ছেলে ওয়াজ মাহফিলে যাওয়ার পর, সিগারেট খাওয়া কে কেন্দ্র করে , ওই গ্রামের ছেলেদের সাথে তাদের ঝগড়া হয়, এবং পাইকপাড়া গ্রামের তিনটি ছেলের মোবাইল আটকে ফেলে, এই সংবাদ শুনে, গ্রামের ছেলেদের সাথে মুন্না দেওয়ান তাদের ছাড়াতে যায়। ওই সময় মোটরসাইকেল থেকে নামার পূর্বেই অতর্কিতভাবে হামলা করে তাকে মৃ#ত্যুর কোলে ঠেলে দেয়। পরে ঢাকায় চিকিৎসা দিন অবস্থায় মৃ#ত্যুবরণ করেন। এই ঘটনার আরও একজন মুমূর্ষ অবস্থায় রয়েছে ।
উক্ত ঘটনা দিলদার থানায় একটি হ#ত্যা মামলা দায়ের করে । এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
বিস্তারিত সরাসরি ভিডিওতে দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
অপরাধ প্রকাশ খোরশেদ আলম 01781289261 টাঙ্গাইল প্রেসক্লাবের নিচতলা টাঙ্গাইল।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: