যারা আপনাকে কষ্ট দেয় তাদের মোকাবিলায় কীভাবে টিকে থাকবেন? শেখ সাদীর উপদেশ।
Автор: HAH SUCCESS
Загружено: 2025-04-29
Просмотров: 228364
আমাদের টেলিগ্রাম চ্যানেল- https://t.me/HAHSUCCESS
কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে চর্চা করা। আপনি কী করছেন তা তারা দূরবীন দিয়ে দেখবে এবং তারপর আপনার সামান্য ত্রুটি পাওয়া গেলেই তা নিয়ে চর্চা শুরু করবে। অপরকে বলে বেড়াবে, প্রয়োজনে মাইকিং করে প্রচার শুরু করবে। অথচ তারা নিজেরা এর চেয়ে বড় বড় অপরাধ করে বসে আছে।
প্রখ্যাত ফার্সি কবি ও সুফি সাধক শেখ ফরিদউদ্দিন আত্তার তার মানতেকোত তেইর কাব্যগ্রন্থের একটি কবিতায় বলেন: এ ধরনের মানুষ শুধু যে আপনাকে তাদের মুখের কথা দিয়ে কষ্ট দেয় তাই নয় বরং তারা যদি দেখে আপনি উন্নতির সিঁড়িগুলো এক এক করে অতিক্রম করছেন তখন আপনাকে তারা ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করবে।
আপনি এ ধরনের আচরণ ও কথাবার্তায় কতটা কষ্ট পান? এ ধরনের মানুষদের মুখ কীভাবে বন্ধ করবেন? আজ আমরা প্রখ্যাত ফার্সি কবি ও আলেমে দ্বীন শেখ সাদি এবং মওলানা রুমির সহযোগিতায় চারপাশের বিষাক্ত মানুষগুলোর মোকাবিলায় সমাজে টিকে থাকার সহজ উপায় বলে দেব।
দৈনন্দিন জীবনের সকল ব্যর্থতা পেছনে ফেলে সাফল্যের চূড়ায় পৌঁছাতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। যেসব জ্ঞান অর্জন করতে আপনাকে অনেক পড়াশুনা ও গবেষণা করতে হয়, সেসব জ্ঞান আমরা মাত্র ১০ মিনিটের ভিডিওতে তুলে ধরি। আর কিছু না হোক, প্রতিটি ভিডিওতে আপনি অন্তত ২০০ পৃষ্ঠার একটি বই পড়ার সমান উপকৃত হবেন বলে আশা করা যায়।
আমাদের ফেসবুক পেজ : https://www.facebook.com/profile.php?...
আমাদের টেলিগ্রাম চ্যানেল: https://t.me/HAHSUCCESS
ভিডিও কার্টেসি: https://www.canva.com/
00:00 Start
00:40 Recap
02:05 1st Advise
05:38 Antrike
08:25 2nd Advise
10:22 Conclusion
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: