১০০% কার্যকারী ঘরোয়া সমাধান, পেয়ারা দেখতে ভালো, পাকলে ভিতরে পোকা। পেয়ারা ব্যাগিং । পেয়ারা চাষ
Автор: Plant's Doctor ।। গাছের ডাক্তার
Загружено: 7 авг. 2020 г.
Просмотров: 8 317 просмотров
পেয়ারা দেখতে ভালো, পাকলে ভিতরে পোকা, ছাদ বাগানে বা বাড়িতে পেয়ারা চাষ করতে গিয়ে সবাই প্রায় এই সমস্যায় পরেন। খুব সহজে ঘরোয়া ভাবে ব্যাগিং পদ্ধতিতে এই সমস্যা ১০০% কার্যকারী সমাধান করা যায়।
পেয়েরা যখন ঝড়ে পরা বন্ধ হবে তখন পেয়ারা গুলোকে ব্যাগিং করে দিতে হবে। ব্যাগিং করারা পুর্বে ম্যাঙ্কোজের গ্রুপের ছত্রাক নাশক ও ইমিডাক্লোরিপ্রিড গ্রুপের কীটনাশক ভালো ভাবে স্প্রে করতে হবে। স্প্রে কয়ারা পর যখন শুখিয়ে যাবে তখন পলিথিন দিয়ে ব্যাগিং করে দিতে হবে। ব্যাগিং করা পলিথিন এর সাইডে একটু কেটে দিতে হবে যেন পেয়ারা না ঘেমে যায়। এই ভাবে পেয়ারা চাষ করলে একটা পেয়ারার ভিতরে পোকা হবে না।
কৃষি নিয়ে যদি কোন প্রশ্ন থাকে তা হলে কমেন্ট করুন
ধন্যবাদ
আমি কৃষিবিদ নাজমুল হাসান

Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: