প্রেমস্পৃহা ||Heart touching story
Автор: Bangla Short Story
Загружено: 2025-11-16
Просмотров: 1230
নিজের বন্ধুর রক্ষিতা হিসেবে পরিচয় দিয়ে যে নোংরা মেয়েটাকে সেদিন জম্মদিনের পার্টিতে এতগুলো মানুষের সামনে অপমান করলেন আজ তাকেই এভাবে জোরজবরদস্তি করে বিয়ে করার জন্য তুলে আনলেন আযরান ভাই? তাও আবার নিজেরই বন্ধুর বিয়ের আসর থেকে? লজ্জা করছে না একবারও? ”
কথাগুলো বলেই রোজ তার রক্তরাঙ্গা ঠোঁটজোড়া এলিয়ে হাসল তাচ্ছিল্যের হাসি।দেহাবরণে এখনো তার বিয়ের লাল টকটকে ভারী লেহেঙ্গা আর চোখ ধাঁধানো সাঁজ।চোখে গাঢ় কাজল! সেই গাঢ় কাজল আঁকা চোখজোড়ায় যেন মুহুর্তেই ফুটে উঠল এক সমুদ্র ঘৃণা! আযরান খান নামক লম্বা চওড়া পুরুষটা সেই ঘৃণার প্রলেপ খেয়াল করল কিনা কে জানে, তবে বরাবরের মতোই তীক্ষ্ণ এবং হিংস্র চাহনিতে চাইল যেন মেয়েটার দিকে। বামহাতটা খুব সূক্ষ্মভাবেই গিয়ে ঠেকল রোজের কোমড়ে, অতঃপর খুব দ্রুতই মেয়েটাকে টেনে আনল নিজের দিকে।দূরত্ব মিটিয়ে ডানহাতের বৃদ্ধাআঙ্গুলিটা রোজের থুতনির কালচে তিলটার কাছে নিয়ে আঙ্গুল বুলাল আবেশিভাবে।
গল্প #প্রেমস্পৃহা
লেখনীতেঃ অলকানন্দা ঐন্দ্রি
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: