হাড়ের টিউমার এবং ক্যান্সার। ডাঃ মোঃ সিরাজুস সালেহীন। LetzTalk Epi #42
Автор: eDoctor
Загружено: 2020-07-22
Просмотров: 15471
শরীরে দেখা দেওয়া নিরীহ টিউমারকে গুরুত্ব না দিয়ে অনেকেই পরবর্তীতে খুব ভুগেন। দেখা যায়, যাকে সামান্য টিউমার ভেবে গুরুত্ব দেন নি, সেটিই বহুদিন ধরে বয়ে চলেছে প্রাণঘাতি ক্যান্সারের জীবাণু। তাই টিউমারকে সামান্য ভেবে হেলাফেলা না করে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিন। এতে হয়তো শুরুতেই থামিয়ে দিতে পারবেন শরীরে ক্যান্সারের বিস্তার।
অস্থি বা হাড়ের টিউমারগুলোর মধ্যে ক্যান্সার জাতীয় একটি টিউমার হলো অস্টেওসারকোমা।
LetzTalk এর আজকের এপিসো��ে এই বিষয় নিয়ে কথা বলার জন্য উপস্থিত থাকবেন ডাঃ মোঃ সিরাজুস সালেহীন।
এপিসোডটি দেখতে বাটনে ক্লিক করে রাখুন।
ইউটিউব থেকে দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: