বন্ড লাইসেন্সের জন্য যেসব কাগজ পত্র দাখিল করতে হয়(Bonded Warehouse License)Part 01
Автор: Vat School
Загружено: 2019-03-15
Просмотров: 17413
বন্ড লাইসেন্সের জন্য যেসব কাগজ পত্র দাখিল করতে হয় তার একটি তালিকা (Bonded Warehouse License) Part 01
বন্ডেড ওয়্যার হাউজ কি? বন্ডেড লাইসেন্স প্রকার ও নিতে কি কি দলিলাদি লাগে
Bond (বন্ড) কমিশনারেট কি? ও এর সংক্ষিপ্ত কার্যাবলী
দি কাস্টমস এক্ট ১৯৬৯ এর সেকশন ১৩ ধারা অনুযায়ী বন্ড লাইসেন্স প্রদান করা হয়। ব্রিটিশ ও পরবরতী পাকিস্থান পিরিয়ডে বন্ড প্রথা প্রচলিত ছিল। তখন মুলত ব্যবসা সহজ ও সহনীয় করার লক্ষ্যেই এ বন্ড প্রথা প্রচলন করা হয়েছিল। সে সময় মুলত হোম কনজাম্পশন বন্ড প্রথা প্রচলিত ছিল। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৮০ দশকের প্রথম দিকে এদেশে গার্মেন্টস ব্যবসা শুরু হয়।
আর এই গার্মেন্টস ব্যবসার প্রসারের লক্ষ্যে ও অধিক পরিমান বৈদেশিক মুদ্রা আহরন কল্পে রপ্তানিমুখী বন্ড প্রথা চালু হয়। বন্ডে যেহেতু শুল্ক বিহীন পন্য রাখা হয় সেহেতু পূরবে এই বন্ড গুদামের তালা চাবি শুল্ক ডিপার্টমেন্ট এর হাতেই থাকতো (এখনো কিছু কিছু ক্ষেত্রে থাকে) কিন্ত পরবর্তীকালে গার্মেন্টস বন্ডের আওতায় এলে দেখা যায় গার্মেন্টস প্রতিস্টান অফিস সময়ের পর বন্ড থেকে কাঁচামাল বাহির করার প্রয়োজনে চাবি সংরক্ষনকারী কাস্টমস অফিসার কে সহজ ভাবে পাওয়া যায় না আবার একি অফিসারের অধীন কয়েকটি প্রতিস্টানের চাবি থাকলে তার পক্ষে একি সময়ে সব প্রতিস্টানে গিয়ে বন্ড গুদামের তালা খুলে উপকরণ বাহির করে দেয়াও কষ্টসাধ্য।
এ জটিলতা সহজীকরনের জন্য এলো স্পেশাল বন্ডেড ওয়ার হাউসের ধারনা। অর্থআত গার্মেন্টস শিল্প ও সহযায়ী শিল্পের বন্ডের চাবি তাদের হাতেই থাকবে। তারা তাদের প্রয়োজনীয় মুহুরতে বন্ড থেকে কাচামাল বাহির করে পন্য উৎপাদন করবেন।
বন্ডের যাবতীয় কর্মকাণ্ড প্রথম দিকে কাস্টম হাউস চট্টগ্রাম, ঢাকা থেকে পরিচালিত হত। কিন্ত বন্ডেড প্রতিস্টান বৃদ্ধি পাওয়ায় ৯০ দশকের শেষ দিকে বন্ড কমিশনারেট নামে নতুন কমিশনারেটের যাত্রা শুরু হয়। ঢাকায় হয় এর মুল অফিস আর চট্টগ্রাম হয় আঞ্চলিক অফিস। বন্ডের প্রথম কমিশনার হন মিসেস হাসিনা খাতুন, যিনি ছিলেন এদেশের কাস্টমসের ইতিহাসে প্রথম মহিলা কমিশনার, যিনি ছিলেন বরনাতীত সৎ অফিসার।
এ বন্ড কমিশনারেট চালাতে গিয়ে জারী হলো বিভিন্ন আদেশ, প্রঞ্জাপন। এল বন্ড লাইসেন্সিং বিধিমালা এ বিধিমালা অনুযায়ী বর্তমান চার প্রকার বন্ড লাইসেন্স এখান থেকে প্রদান করা হয়;
(ক) সম্পূর্ণ রপ্তানিমূখী বন্ড প্রতিস্টান;
(খ) প্রচ্ছন্ন রপ্তানিমূখী বন্ড প্রতিস্টান;
(গ) ডিউটি ফ্রি ও ডিউটি পেইড বন্ড প্রতিস্টান;
(ঘ) সম্পূর্ণ ও প্রচ্ছন্ন রপ্তানীমূখী (ইপিজেড) অভ্যন্তরীণ বন্ড প্রতিস্টান;
বি:দ্র: বর্তমানে হোম কনজাম্পশন বন্ড লাইসেন্স প্রদান বন্ধ রয়েছে।
বন্ড কি? বন্ড হলো এমন একটি সুরক্ষিত জায়গা/ গুদাম/ ওয়্যার হাউস যেখান শুল্ক করাদি পরিশোধ না করে আমদানিকৃত খালাস করে রাখা হয়। অবশ্য এ উদ্দেশ্যে রাখা হয় পরবরতীতে এ পন্য প্রক্রিয়াজাতকরন করে রপ্তানী বা শুল্ক পরিশোধ করে দেশীয় ভোগের জন্য খালাস করা হবে।
কাস্টমস এক্টের ধারা ৮৬ অনুযায়ী জেনারেল বন্ড, রিস্ক বন্ড প্রদান পূরবক বন্ডার পন্য/কাঁচামাল তার বন্ড গুদামে রাখেন। পরবর্তীকালে সেকশন ৯৮ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বন্ডার কাঁচামাল দ্বারা মুল পন্য উৎপাদন করে রপ্তানি করে থাকেন।
সেকশন ৯৮ অনুযায়ী পন্যের বন্ডিং মেয়াদ হলো
(ক) জাহাজ নিরমান শিল্পের জন্য ৪৮ মাস;
(খ) গার্মেন্টস শিল্পের জন্য ২৪ মাস;
(গ) ডিপ্লোম্যাটিক ওয়ার হাউসে রক্ষিত পন্যের ক্ষেতে ১২ মাস;
(ঘ) অন্যান্য হোম কনজাম্পশন পন্যের ক্ষেত্রে ৬ মাস,
বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স (Bonded Warehouse License)
প্রয়োজনীয় কাগজপত্র
১. রেভিনিউ ষ্ট্যাম্প সহ নির্ধারিত ফরমে আবেদন
২. বিনিয়োগ বরদ/বিসিক রেজিস্ট্রেশন
৩. কোম্পানি টিয়াআএন এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (IT-10B) হতে সব পরিচালক এবং উদ্যোক্তার সম্পত্তির হিসাবের সত্যায়িত কপি
৪. হালনাগাদ ট্রেড লাইসেন্স
৫. হালনাগাদ ফায়ার লাইসেন্স
৬. ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Business Identification number-BIN)
৭. সংশ্লিষ্ট সমিতির সদস্য সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
৮. ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে উদ্দক্তা/পরিচালকবৃন্দের নাম, ঠিকানা, পদবী, স্বাক্ষর ও ছবি সংযুক্ত করতে হবে
৯. বয়লার সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
১০. জয়েন্ট স্টক কোম্পানির মেমোরেন্ডাম এন্ড আর্টিকেলস এবং সার্টিফিকেট অব ইনকর্পোরেশন এর মূল কপি (১কপি)
১১. মেশিনারি ক্রয়ের দলিল। মেশিনারি আমদানির দলিলাদি এবং স্থানীয় মেশিনারি ক্রয়ের চালানপত্র প ক্যাশমেমো
১২. ফ্যাক্টরি লে-আউট প্ল্যানের ২কপি। রেজিস্টার্ড ইঞ্জিনিয়ার কর্তৃক স্বাক্ষরিত
১৩. নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত বাড়ি ভাড়ার চুক্তিপত্র অথবা মালিকানা দলিল
১৪. ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে নন-জুডিশিয়াল ষ্ট্যাম্পে সত্তাধিকারি/মালিক হিসেবে হলফনামা নোটারী পাবলিক কর্তৃক প্রত্যায়িত
১৫. আবেদনকারীর জেনারেল বন্ড দাখিলের আর্থিক সামর্থ্য রয়েছে এই মর্মে লিয়েন ব্যাংক কর্তৃক প্রত্যয়নপত্র
১৬. লাইসেন্স ফি-
ধাপ-২ আবেদনপত্রে উল্লেখিত ফ্যাক্টরীর সুবিধা এবং অন্যান্য তত্থ্যাবলী যাচাইয়ের জন্য পরিদর্শনের তারিখ ও সময় নিতে হবে
ধাপ-৩ পরিদর্শনের পর সংশ্লিষ্ট অফিসার একটি প্রতিবেদন দাখিল করতে যা কমিশনার কর্তৃক প্রত্যয়ন করতে হবে
ধাপ-৪ কমিশনার কর্তৃক প্রত্যায়িত হবার পর লাইসেন্স ফরম সংগ্রহ করতে হবে এবং তা পূরণ করে আবার জমা দিতে হবে
ধাপ-৫ নির্ধারিত ফি এবং জেনারেল বন্ড জমা দিতে হবে
ধাপ-৬ বন্ড লাইসেন্স সংগ্রহ করতে হবে
বিস্তারিত তথ্যের জন্যঃ
কাস্টমস বন্ড কমিশনারেট
৩৪২/১ সেগুনবাগিচা, ধাকা-১০০০
ওয়েবঃ www.cbc.gov.bd
এখন পাঠক বৃন্দ আপনারা এবার মতামত দিন, প্রশ্ন করুন ।ভাল লাগলে শেয়ার দিন। আমার সীমিত ঞ্জান দ্বারা লিখিত ভুল হলে শুধরে দিন লেখা অডিট করা হবে ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে।
লেখকঃIbrahim Hossain
Revenue Officer
Customs, Bond Commissionerate
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: