এক ক্লাসেই অ্যালকেন, অ্যালকিন আত্মস্থ করো! 🤩
Автор: Shikho
Загружено: 2023-10-17
Просмотров: 13395
জৈব রসায়নে, অ্যালকিন বা অলিফিন হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন যাতে অবশ্যই একটি বা একাধিক কার্বন-কার্বন দ্বিবন্ধন থাকবে। অ্যালকিনে কমপক্ষে একটি কার্বন-কার্বন দ্বিবন্ধন (C=C) থাকবেই। একটি C=C দ্বিবন্ধনের মধ্যে একটি বন্ধন সিগমা বন্ধন এবং আরেকটি পাই বন্ধন দিয়ে গঠিত হয়। দ্বিবন্ধন সর্বদাই একটি সিগমা বন্ধনের থেকে শক্তিশালী এবং আকারে ছোট হয়ে থাকে। একটি দ্বিবন্ধনে জড়িত থাকা দুইটি কার্বন পরমাণু sp2 হাইব্রিড বন্ধনের হয়ে থাকে।
অ্যালকেন বা প্যারাফিন (একটি ঐতিহাসিক নাম যার আরও অর্থ আছে) হলো সম্পৃক্ত হাইড্রোকার্বন। এদেরকে প্যরাফিন বলা হয় কারণ এরা সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এরা অনেকটা নিষ্ক্রিয়। অ্যালকেনে সাধারণত শক্তিশালী সিগমা বন্ধন বিদ্যমান থাকে। অ্যালকেন শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন পরমাণূ দ্বারা গঠিত যারা একক বন্ধনে আবদ্ধ থাকে।
Shikho একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলো কেমন হয় বা কীভাবে নেয়া হয় জানো তো? 🤔
শাওন রেজা ভাইয়ার সাথে অ্যালকেন, অ্যালকিন এর ক্লাসটি দেখেই জেনে নাও একাডেমিক প্রোগ্রামে কীভাবে ক্লাস হয়! 😍
তোমরা যারা বুঝে না বুঝে পড়া মুখস্ত করে পাস করে যাচ্ছো তারা শুধু এই ছোট্ট ক্লাসটা দেখলেই Shikho'র ক্লাসগুলো সম্পর্কে তোমাদের ধারণা বদলে যাবে! কারণ, এখানে এমন যত্ন নিয়ে পড়ানো হয় যে, কোনো শিক্ষার্থী শুধু Shikho-তে পড়েই সব বিষয়ের সব কনসেপ্ট শিখতে পারে। তাই, প্রতিটা বিষয়ের দেশ সেরা মেন্টরদের লাইভ ক্লাসে শিখে যেকোনো পরীক্ষায় বেস্ট রেজাল্ট করতে আজই ভর্তি হয়ে যাও Shikho একাডেমিক প্রোগ্রামে!
একাডেমিক প্রোগ্রামে সম্পর্কে আরও জানতে এবং ভর্তি হতে ক্লিক: 👉 https://shikho.io/AP-23-course-com
স্পেশাল স্কলারশিপ পেতে ফর্ম পূরণ করো: 👉https://shikho.io/AP-8to12
স্পেশাল স্কলারশিপে ভর্তি হতে কল করো 16780 নম্বরে! 📞
#chemistry
#alkene
#alkane
#chemistryconcept
#chemistryvideos
#sciencebasic
#scienceconcept
#chemistrybasics
#organic
#organicchemistry
#shikhobangladesh
#shikho
#shikhbojitbo
#bangaldesh
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: