শিয়াল এবং ছাগলের গল্প||🦊🐐Fox & Goat||
Автор: CARTOON STORY
Загружено: 2026-01-25
Просмотров: 1742
শিয়াল এবং ছাগলের গল্প||🦊🐐Fox & Goat||#banglacartoon #animation #animation
দূর পাহাড়ের পাদদেশে ছিল এক শান্ত গ্রাম
নাম তার সবুজপুর।
এই গ্রামে মানুষ কম,
কিন্তু পশু-পাখিরা ছিল খুব পরিচিত।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল দুই প্রাণী
একটি ছিল চালাক শিয়াল,
আরেকটি নিরীহ সাদা ছাগল।
শিয়ালটা ছিল ভীষণ বুদ্ধিমান।
সে কাউকে সরাসরি আঘাত করত না,
কিন্তু নিজের লাভের জন্য
কারো বিশ্বাস ভাঙতে দ্বিধা করত না।
তার মনে একটা কথা গেঁথে ছিল—
“এই দুনিয়ায় ভালো মানুষ টেকে না,
টিকে শুধু চালাকরাই।”
আর ছাগলটা?
একেবারে উল্টো।
শান্ত চোখ, সাদা শরীর,
আর মনভরা বিশ্বাস।
সে ভাবত—
“সবাই খারাপ না…
ভালো মানুষ এখনও আছে।”
প্রতিদিন সে পাহাড়ে ঘাস খেত,
ঝর্ণার ধারে পানি পান করত,
আর কারো ক্ষতি না করে দিন কাটাত।
একদিন দুপুরে,
একটা পুরনো গভীর কুয়োর পাশে
ছাগলের সঙ্গে শিয়ালের দেখা হয়।
শিয়াল তখন কুয়োর ভেতরে পড়ে গেছে।
তৃষ্ণায় কাতর,
কিন্তু বেরোতে পারছে না।
ছাগল অবাক হয়ে জিজ্ঞেস করে—
“তুমি ওখানে কী করছ?”
শিয়াল চোখ ঘুরিয়ে হালকা হাসে—
“এখানে খুব মিষ্টি পানি…
তুমি নামলে বুঝতে পারবে।”
ছাগল একটু ভাবে।
কিন্তু শিয়ালের চোখে কোনো ভয় বা খারাপ ভাব দেখে না।
সে শান্তভাবে বলে—
“ঠিক আছে, আমি নামছি।”
ছাগল কুয়োর ভেতরে নামে।
পানি খায়।
ঠিক সেই মুহূর্তে—
শিয়াল ছাগলের পিঠে লাফ দেয়,
আর কুয়ো থেকে বেরিয়ে যায়।
উপরে উঠে সে হেসে বলে—
“ধন্যবাদ বন্ধু।”
আর কোনো কথা না বলে
চলে যায়।
কুয়োর ভেতরে আটকে যায় ছাগল।
সে চিৎকার করে—
“কেউ আছো?
আমাকে বাঁচাও!”
কিন্তু চারপাশ নীরব।
রাত নামে।
ঠান্ডা বাতাস বইতে থাকে।
ভয়ে আর কষ্টে
ছাগলের চোখে জল আসে।
সে মনে মনে ভাবে—
“ভালো হওয়াটা কি ভুল ছিল?”
শিয়ালটি সারারাত ঘুমাতে পারলোনা
বারবার তার মনে পড়ছিল ছাগলটির কথা।
সে থেমে যায় কুয়োর ধারে।
নিচ থেকে দুর্বল গলায় ছাগল বলে—
“তুমি আবার এসেছ?”
শিয়াল কিছুক্ষণ চুপ করে থাকে।
তার গলা কাঁপে।
সে ধীরে বলে.................................
👉 গল্পটি পুরোটা দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
👍 ভিডিওটি ভালো লাগলে Like, Share & Subscribe করুন আমাদের CARTOON STORY চ্যানেলটি।
SEARCH ENCUARY.
fox story for kids,
fox story,
fox story read aloud,
fox story time,
শিয়ালের গল্প বাংলা,
কৃষক আর শিয়ালের গল্প,
বাংলা নীতিগল্প,
Moral story in Bangla,
Bangla cartoon story,
sialer cartoon,
sialer cartoon bangla,
siyaler cartoon,
sialer dak,
siyal,
siyaler golpo,
sialkot,
siyal siyal,
fox cartoon bangla,
fox and Grapes bengali ,
CARTOON STORY,
শিয়ালের কাটুন,
শিয়ালের কার্টুন বাংলা,
শিয়ালের ডাক,
শিয়ালের গল্প,
শিয়াল,
শিয়ালের গল্প বাংলা,
শিয়ালের গল্প দাও,
শিয়ালের গল্প কার্টুন,
শিয়ালের গল্প লিখিত,
শিয়ালের গল্প লেখা,
#cartoon #animation #moralstoriesforkids #fairytale07 #banglacartoon #fairytalesstory #animated #bagla #subscribe #banglebhutergolpo#CARTOON STORY
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: