তারাপদ রায়ের কবিতা : আই শক্তি চ্যাটার্জী ॥ পাঠে : স্বপ্না বন্দ্যোপাধ্যায়
Автор: GOLPO RA গল্প-রা
Загружено: 2025-10-28
Просмотров: 214
কবিতা : আই শক্তি চ্যাটার্জি
কবি : তারাপদ রায়
পাঠে : স্বপ্না বন্দ্যোপাধ্যায়
আপনি কি ওইদিক থেকে আসছেন?
ওই হঠাৎ অন্ধকার নেমে আসা
সামনের ছমছমে দিকটা থেকে।
ওখানটায় কি রকম,
কি সব গাছপালা, জলবায়ু, মানুষজন
কিছুই জানা নেই, ধারণা নেই।
ওখানে কি অন্ধকারের আশেপাশে
নদীর ধার ধরে কিংবা টিলার নীচে
ঝোপঝাড়ের মধ্য দিয়ে
কাউকে এলোমেলো যেতে দেখলেন?
কাউকে দেখতে পেলেন,
লোকজন ঠেলে ভিড়ের মধ্যখানে ঢুকে
উস্কোখুস্কো চুল, বেসামাল পা
বাতাসের গলায় দড়ি বেঁধে তর্জনী তুলে ধমকাচ্ছে,
আমি, আমি শক্তি, আমি শক্তি চট্টোপাধ্যায়
আই শক্তি চ্যাটার্জি স্পিকিং।
এদিকে এই ভর সন্ধেয়
একটা মোমবাতি জ্বেলে বারান্দায় মাদুরের ওপরে
আমরা গেলাস-টেলাস ধুয়ে ঠায় বসে আছি;
শালপাতায় নুন-শশা, তেলেভাজা ঠাণ্ডা হয়ে যাচ্ছে।
এনামেলের কলাইচটা বাটিতে
এই অল্প একটু সরপুঁটি মাছের সরষে-ঝাল—
আর কতক্ষণ ধরে রাখা যাবে।
জোর বাতাস আসছে শালবনের দিক থেকে
মোমবাতিটা দপদপ করছে।
বড় দেরি হয়ে যাচ্ছে, রাত বাড়ছে।
আপনি দেখলেন?
আপনি ওদিকে কোথাও দেখলেন?
কেউ বলছে,
শক্তি, আমি শক্তি, আমি শক্তি চট্টোপাধ্যায়
আই শক্তি চ্যাটার্জি স্পিকিং
যোগাযোগ : [email protected] # / @golpora3691
Music courtesy :
এই ভিডিওটির সর্বস্বত্ব স্বপ্না বন্দ্যোপাধ্যায় কর্তৃক সংরক্ষিত। অনুমতি ছাড়া যে কোনও রকম ব্যবহার নিষিদ্ধ।
All rights of this video file is reserved by Swapna Bandyopadhyay. Using any part of this VDO without permission of Swapna Bandyopadhyay is prohibited.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: