GOURMOTI AGRO FARM । ডিসেম্বর মাসে আমের মুকুল আসার আগে পরিচর্যা
Автор: GOURMOTI AGRO FARM গৌড়মতি এগ্রো ফার্ম
Загружено: 2021-12-29
Просмотров: 83414
GOURMOTI AGRO FARM । ডিসেম্বর মাসে আমের মুকুল আসার আগে পরিচর্যা
আমাদের চ্যানেলটি মূলত কৃষি ভিত্তিক। কৃষি ভিত্তিক এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ফেসবুকে শেয়ার করে আপনার বন্ধুদেরকে কৃষিভিত্তিক নতুন তথ্য জানতে সহায়তা করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। 😍
GOURMOTI AGRO FARM । ডিসেম্বর মাসে আমের মুকুল আসার আগে পরিচর্যা
গৌড়মতি এগ্রো ফার্মের সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম।
আমরা আজকের ভিডিওতে “ডিসেম্বর মাসে আমের মুকুল আসার আগে পরিচর্যা” এ বিষয় নিয়ে কথা বলবো ।
আমাদের আম প্রিয় ভাই বোনেরা আমাকে প্রতিনিয়ত ফোন করছেন। জানতে চাচ্ছেন এই ডিসেম্বরে আম গাছে কি ধরণের পরিচর্যা করতে হবে। আমাদের আজকের ভিডিওটি আরো কিছুদিন আগে করতে পারলে ভালো হতো। যাই হোক সবার উদ্দেশ্যে বলছি এই সময়ে আম গাছে কোন ধরণের সার প্রয়োগ করা যাবে না। গাছে জৈব বা রাসায়নিক যেকোন ধরণের সার প্রয়োগ করলেই আপনি ক্ষতির সম্মুখীন হবেন। কিছুদিনের মধ্যেই আপনার গাছে যে মুকুল আসার কথা ছিল সেটা আসবে না। পুষ্টি উপাদান পেয়ে গাছে নতুন পাতা বের হবে। সেক্ষেত্রে গাছে মুকুল ফল আসতে বাধাগ্রস্ত হবে।
এই সময়ে গাছের গোড়ার মাটি শুষ্ক থাকে। গাছে বেশি পানিও দেয়া যাবে না। গাছকে বাঁচিয়ে রাখার জন্য যেটুকু পানি না দিলেই না সেটুকুই দিবেন। অতিরিক্ত পানি দিলে গাছে কচি পাতা বের হবে। মুকুল আসবে না। সত্যি বলতে কি গাছকে এই সময়ে একটু কষ্ট দেবেন। রাগে কষ্টে গাছে তখন মুকুল আসতে শুরু করবে। মুকুল অর্থই সঠিক যত্নে গাছে ফল।
আপনার গাছ যদি ছোট হয়ে থাকে এবং আপনি যদি মনে করেন এই বছরে গাছ থেকে ফল নেবেন না। তাহলে পরিচর্যা করতে থাকুন। গাছের গোড়া খুঁড়ে সার, পানি দিন। গাছের দ্রুত বৃদ্ধির জন্য ইউরিয়া সার দিতে পারেন। তবে চেষ্টা করবেন সব সময়ের জন্য জৈব সার ব্যবহার করতে। বিশেষ করে ভার্মি কম্পোস্ট সার। জৈব স্যারের মধ্যে ভার্মি কম্পোস্ট সার বেস্ট। আপনার এলাকায় আপনি পেয়ে যাবেন ভার্মি কম্পোস্ট সার। না পেলে আমাদেরকে জানাবেন। পাঠিয়ে দেবো। ভার্মি কম্পোস্ট সার নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে। দেখে নিতে পারেন।
একটা বিষয় লক্ষ্য করে দেখুন আপনার আম গাছের পাতাগুলো সজীব চকচকে আছে কিনা? শীতকালে কুয়াশার কারণে গাছের পাতায় ময়লা আস্তরণ পরে থাকে। যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে শ্যাম্পু পানি দিয়ে গাছের পাতাগুলো পরিষ্কার করে দিতে পারেন। কেননা আস্তরণ যুক্ত পাতায় সালোকসংশ্লেষন পক্রিয়া ব্যাহত হয়। এর কারণে গাছে মুকুল আসতে বাধাগ্রস্ত হতে পারে।
আমাদের বাগানের আম গাছগুলো লক্ষ্য করলে দেখেন, গাছের গোড়াগুলো শুকনো। গাছে নতুন পাতা নেই বললেই চলে। এর অর্থ আমরা এইগাছগুলো থেকে কাঙ্খিত ফুল ফল পেতে পারি।
আম গাছের বড় শত্রু হপার পোকা। এই পোকা আমি গাছে সারা বছরই দেখা যায়। আমগাছে মুকুল আসার আগে হপার পোকার আক্রমণ বেশী দেখা যায়। তখন এদের বংশবৃদ্ধি বেশী হয়। একটা হপার পোকা ১৫০ টা ডিম পারে। ডিম থেকে ৫/৭ দিনের মাথায় নিমফ হয়। এই নিমফ গুলো আমের পাতা ও ফুলে বসে রস শুষে খায়। রস শুষে খাওয়ার সাথে সাথে তারা একধরনের আঠালো পদার্থ নিঃসরণ করে। যাকে বলা হয় "হানিডিও" । এই আঁঠালো ভাবের কারণে সেখানে ফাঙ্গাস তৈরী হয়। যাকে বলা হয় "শুটিমোল্ড"। এটা বৃদ্ধির ফলে মুকুল সহ পাতা কালো হয়ে যায়। এজন্য হপার পোকা দমন অতি জরুরী।
হপার পোকাকে শোষক পোকাও বলা হয়ে থাকে। হপার পোকা মুকুল থেকে রস শুষে নিয়ে মুকুল নষ্ট করে দেয়। ফলে মুকুল থেকে কোন ফল হয় না। আম গাছে মুকুল আসার আগে ইমিডাক্লোপ্রিড গ্রূপের কীটনাশক যেমন বায়ার কোম্পানীর "কনফিডর" বা অটো ক্রপ কোম্পানীর "ইমিটাফ " বা এসিআই কোম্পানীর "টিডো প্লাস" ১ মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন।
সতর্কতা হিসাবে আপনি কার্বেন্ডাজিম বা ম্যানকোজেরের মিশ্রনে গঠিত ছত্রাকনাশক ২মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন। ভালো ফল পাবেন।
আম গাছে বেশী ফলন পেতে এই সময়ে পিজিআর স্প্রে করলে ভালো ফল পাবেন। PGR -প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হরমোন। বাংলাদেশে বহুল ব্যবহৃত পিজিআর এসিআই কোম্পানীর "ফ্লোরা"।
পিজিআর কাজ কি?
• উদ্ভিদের শক্তি বৃদ্ধি করে।
• ফুলের সংখ্যা বৃদ্ধি করে ও ঝরে পড়া রোধ করে।
• অধিক ফলন নিশ্চিত করে.
=====
গৌড়মতি এগ্রো ফার্ম
(নার্সারী ও ফলের বাগান)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান
আনোয়ারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা
০১৭৫৫ ৯৫৯৭০৭
০১৭৫৫ ০২১৬৪১
০১৮৪৪ ৬৭৪৮৭৪
=============
Keyword:
#GOURMOTI_AGRO_FARM
#ডিসেম্বর_মাসে_আমের_মুকুল_আসার_আগে_পরিচর্যা
#আমের_মুকুল_আসার_আগে_পরিচর্যা_করুন
Related Keywords:
GOURMOTI AGRO FARM, গৌড়মতি এগ্রো ফার্ম, আমের মুকুল আসার আগে পরিচর্যা, আমের মুকুল আসার আগে পরিচর্যা করুন , আম গাছের পরিচর্যা,আমের মুকুল আসার আগে যত্ন,মুকুল আসার পর থেকে আম গাছের পরিচর্যা,আমের মুকুল,মুকুল আসার পর আম গাছের পরিচর্যা,আমের মুকুল ঝরা,আমের মুকুল আসার আগে ও পরের পরিচর্যা,আম গাছে মুকুল আসার আগে পরিচর্যা,আমের মুকুল আসার পরে পরিচর্যা,আমের মুকুল আর ঝরবে না,আমের মুকুলের পরিচর্যা,আমের মুকুল ঝরা রোধে করণীয়,আমের মুকুল ঝরার প্রতিকার,আম গাছে মুকুল আসার পূর্বে সম্পূর্ণ পরিচর্যা,ডিসেম্বর থেকে মুকুল আসা পর্যন্ত আম গাছের যত্ন, আম গাছের পরিচর্যা,আমের মুকুল আসার আগে পরিচর্যা,ডিসেম্বর মাসে আম গাছের পরিচর্যা,আমের মুকুল,বারোমাসি আম গাছের পরিচর্যা,আম গাছের মুকুলের পরিচর্যা 2021,মুকুল আসার পর আম গাছের পরিচর্যা,ডিসেম্বর জানুয়ারিতে আম ও লিচু গাছের পরিচর্যা,আমের বাম্পার ফলনে করনীয়,ডিসেম্বর থেকে মুকুল আসা পর্যন্ত আম গাছের যত্ন,আমের ডিসেম্বর মাসের পরিচর্যা
==================================
দেশি বিদেশী আম সহ অন্যান্য ফলের কলমের চারার জন্য যোগাযোগ করুন
গৌড়মতি এগ্রো ফার্ম
(নার্সারী ও ফলের বাগান)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান
আনোয়ারপুর, দর্শনা, চুয়াডাঙ্গা
০১৭৫৫ ৯৫৯৭০৭, ০১৭৫৫ ০২১৬৪১, ০১৮৪৪ ৬৭৪৮৭৪
==================================
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: