ফিসেন্ট পাখি পালন । ফিসেন্ট পাখির দাম । Pheasant bird price । ফিসেন্ট পাখি । Pheasant bird
Автор: Rouf & Agro.
Загружено: 2023-11-22
Просмотров: 18830
ফিসেন্ট পাখি পালন । ফিসেন্ট পাখির দাম । Pheasant bird price । ফিসেন্ট পাখি Pheasant bird @RoufAgro
বিশ্বে প্রায় ৪০ প্রজাতির ফিসেন্ট/ মথুরার উপস্থিতি থাকলেও আমাদের দেশে এই দুই প্রজাতির মথুরা দেখা যায়। মূলত এরা পারিবারিক ছোট দলে বিচরণ করে থাকে। তবে জোড়ায় জোড়ায়ও দেখা যায়। ফিসেন্ট শরীরের দৈর্ঘ্য প্রায় ৬২ সেন্টিমিটার এবং লেজের দৈর্ঘ্য প্রায় ২৩ সেন্টিমিটার। ওজন প্রায় দেড় কেজি। বটফল, বীজ, পোকামাকড়, ছোট সাপ, গিরগিটি এদের খাবার। পাতলা ময়লা-আবর্জনা দিয়ে বনের ঝোপের মধ্যে বাসা বাঁধে। মার্চ থেকে অক্টোবর এদের প্রজনন মৌসুম।
পুরূষ ফ্রাসেন্ট সম্পূর্ন প্রাপ্ত বয়স্ক হতে ২ বৎসর লেগে যায়।এ কটি পুরূষ সাধারনত কয়েটি স্ত্রী ফ্যাসেন্ট এর সাথে থাকতে পারে। স্ত্রী ফ্যাস্নেট সাধারনত ১বৎসর বয়সেই ডিম দেয়, এরা এক সাথে ৮-১২ টি ডিম পাড়ে, স্ত্রী ফ্যাস্নেট পাখি একাই ডিমে তা দিয়ে ২০-২১ দিনে ছানা ফোটায়।' এদের ছানারা সহজেই বেড়ে ওঠে, প্রচুর পরিমানে খায় এদের খাদ্যে তালিকায় রয়েছে ফল, ঘাস, গাছের মূল, ছোট পোকা ইত্যাদি, বাজারের পিলেট ও মেলওর্মই দিয়েও আমরা এদের পুশতে পারি । আর এদের সহজেই পোয় মানানো যায়। এক জোড়া ফ্যাসেন্ট এর জন্য ২০০ বর্গফুট জায়াগার প্রয়োজন হয়
#pheasants #pheasantbirds
#pheasantmutaion
#ফিসেন্টপাখিপালন
#ফিসেন্টপাখি
#rouf&agro.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: