ইট ভাটার সকল মালামাল কিনুন সরাসরি কারখানা থেকে । Lipon Engineering Works
Автор: লিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস
Загружено: 2025-10-30
Просмотров: 25
ইট ভাটার সকল মালামাল কিনুন সরাসরি কারখানা থেকে । Lipon Engineering Works
আমরা লিপন ইঞ্জিনিয়ারিং–এ নানা মডেলের ট্রলারের পাখা, পুলি, গ্যালন, ক্রস, কাপ্লিন, এম্পেলার ও সমিলের ঢালাই মাল তৈরি করছি।
হালকা থেকে হেভি—এ, বি, সি—সব গ্রুপের পুলি আমাদের কালেকশনে রয়েছে।
“আমাদের প্রতিটি পণ্যের সাথে জড়িয়ে আছে অভিজ্ঞ হাত, প্রশিক্ষিত কর্মীবাহিনী আর ১০০% মানের প্রতিশ্রুতি।”
আমরা ভাবি মানুষের জীবন আর ভবিষ্যৎ নিয়েও।
তাই তৈরি করেছি হাওয়াই মিঠাই মেশিন, পপকর্ন মেশিন, আখের রস মাড়াই মেশিন—
যা অসংখ্য তরুণকে দিয়েছে এবং দিচ্ছে কর্মসংস্থানের সুযোগ।
“নিজস্ব ফ্যাক্টরিতে মেশিনের পার্টস কিংবা মেশিন তৈরি করা হয়, তারপর নিখুঁতভাবে ফিনিশিং করা হয় সেখানেই, এবং তার পর মানসম্মতভাবে শোরুমে এনে বিক্রয় করা হয়—
প্রতিটি ধাপেই মিশে থাকে যত্ন।
তাই সেই কারণেই প্রতিনিয়ত আমরা অসংখ্য ক্রেতার ভালোবাসায় সিক্ত হচ্ছি।”
ঠিক এভাবেই ভালোবাসায় সিক্ত হয়ে লিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস তার পণ্য নিয়ে পৌঁছে যেতে চায় আপনাদের দোরগোড়ায়।
“আমাদের নতুন পণ্য ও আপডেট পেতে চোখ রাখুন ইউটিউব ও ফেসবুক চ্যানেলে…
আর অর্ডারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।”
0 1818-323602
#ইটের_ভাটা
#ইট _ভাটার_মালামাল
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: