রবিউল আউয়াল মাসের ধারাবাহিক বয়ান - পর্ব ২ - যেভাবে সর্বক্ষেত্রে নবীর আদর্শ|মাওলানা মুশতাক আহমদ খান
Автор: BDislamic Youtube Bangla
Загружено: 2025-09-22
Просмотров: 48
রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) দুনিয়ায় আগমন ও বিদায়ের মাস। এই মাসে উম্মতের করণীয় বর্জনীয় এবং ইসলামের আলোকে কুরআন ও হাদিসের ভিত্তিতে ধারাবাহিক বয়ানের আজকে দ্বিতীয় পর্ব আপনাদেরকে উপহার দেওয়া হল।
নিরিবিলি পরিবেশে রাতে ঘুমানোর আগে বা অবসর সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে শুনবেন ইনশাআল্লাহ বয়ান যত গভীরে যাবে ততই ভালো লাগা কাজ করবে এবং উপকৃত হবেন।
আজকের এই বয়ানে অনেকগুলো বিষয় সম্পর্কে আলোচনা শুনবেন। তন্মধ্যে উল্লেখযোগ্য, কিভাবে সর্বশ্রেষ্ঠ আদর্শ নবী সাঃ এর মধ্যে রয়েছে?
পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন,
ঘর থেকে রাষ্ট্র পরিচালনা যে যে যে ক্ষেত্রে যেসব আদর্শ ও গুণাবলী প্রয়োজন সেগুলোর বর্ণনা আজকের বয়ানে রয়েছে।
সুতরাং হেদায়েতের নিয়তে পুরো বয়ান শুনবেন সবজান্তা মনোভাব থাকলে আমাদের চ্যানেল থেকে দূরে থাকবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট( মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ) করবেন এবং ভিডিও লিংক শেয়ার করবেন facebook imo whatsapp সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরজনকে, এতে করে অন্যজন শুনলে আপনিও সমান সওয়াবের অংশীদার হবেন।
তবে বিনা অনুমতিতে ইউটিউব কিংবা অন্য কোন ওয়েবসাইট বা প্লাটফর্মে পুনরায় ভিডিও আপলোড করা যাবে না। তবে ব্যক্তিগত প্রয়োজনে যে কোন সময় শোনার স্বার্থে অফলাইনে সেভ করে রাখা যাবে।
এছাড়া পূর্ণাঙ্গ বক্তব্যকে কেটে খন্ডিত করে বিকৃত করে উপস্থাপন করা সম্পূর্ণ দণ্ডনীয়, মূল বক্তব্য কেটে কাটছাট করে শর্টস বা রিলস ভিডিওতে প্রচার করা যাবে না। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ শর্ট ভিডিও এর বয়ান শোনা থেকে বিরত থাকবেন পূর্ণাঙ্গ ওয়াজ শুনবেন।
বিশেষ দ্রষ্টব্য: কোন বক্তা যখন অনেক মানুষের সামনে কথা বলেন তখন সহজে বুঝানোর জন্য বিস্তৃত এবং ব্যাপক কথা বলেন অনেক সময় অপ্রাসঙ্গিক বা অস্থির কথা বা বক্তব্য স্লিপ করতে পারে যা স্বাভাবিক এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ।
মাওলানা মোশতাক আহমদ খান।
সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ।
বয়ান : ০৫ সেপ্টেম্বর ২০২৫
--------------------------------------
সিলেটি ওয়াজ| সিলেটি বক্তা | ১২ই রবিউল আউয়াল | ঈদে মিলাদুন্নবী | ভাইরাল ওয়াজ | ভাইরাল ভিডিও | বিডি ইসলামিক ইউটিউব বাংলা - মাহদি | Sylheti waz,Sylheti, hujur, viral waz,viral video,eid a milad un nabi, 12 e rabiul awal, Eid, Bd islamic youtube bangla, mahdi
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: