রঙহীন আলো | ronghin alo [ OFFICIAL MUSIC ]
Автор: M R JIDAN
Загружено: 2025-12-07
Просмотров: 2481
রঙহীন আলো | ronghin alo
MUSIC BY M R JIDAN
EMAIL:- [email protected]
FULL LYRICS :-
''''"''''''''''''''''''''''''''''''''''''''''''''
সূর্য ঢলে যায়।
আলো মিশে যায়, ছায়ার সাথে ।
শূন্য রাস্তায় ভেসে আসে
ফাঁকা স্মৃতির নরম বাতাসে খোঁজে হারানো দিন।
মনে বাজে নীরব কোনো গান,
দূরের আলো ঝলমল করে ,
জীবনের শেষ রেখা ধরে।
ভাবিনি হারিয়ে যাবে চুপিসারে ,
ভাবিনি ফিরবে না আর ,
রাঙাবে না দিগন্ত নীল দিয়ে ।
অনেক পথের শেষ প্রান্তে
দাঁড়াই একা নিঃশেষ
চলার সঙ্গী খুঁজতে গিয়ে
হয়ে যায় অবশেষ
প্রথম-শেষের সেই অনুভব
বুকের গভীর আশা
স্বপ্নগুলো মিশে থাকে
ফেলে যাওয়া রঙের সাথে ।
ভাবিনি হারিয়ে যাবে চুপিসারে ,
ভাবিনি ফিরবে না আর ,
রাঙাবে না দিগন্ত নীল দিয়ে ।
সাদা আকাশে
কখনো নীল, কখনো ধূসর সাদায় ভাঙ্গা মেঘ
আমার আকাশ ভরেছিল যে
রঙের মেলা ভাসা
সেই মেলায় আজ শুধু পড়ে
বিদায়ের এক রেখা আশা
ভাবিনি হারিয়ে যাবে চুপিসারে ,
ভাবিনি ফিরবে না আর ,
রাঙাবে না দিগন্ত নীল দিয়ে ।
আকাশ এখন ফাঁকা শুধু
হাওয়ায় ভাসে স্মৃতি নিয়ে
#NostalgiaSong
#SunsetMelody
#LostMemories
#SilentFarewell
#EternalHope
#BanglaPoetry
#PoetryInMusic
#FadingColors
#SolitudeSong
#GoodbyeSong
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: