খুব সহজেই তরমুজের মাছি পোকা দমন পদ্ধতি। মাছি পোকা দমনের যাদু। Banijjik krishi.
Автор: Banijjik Krishi
Загружено: 2022-04-07
Просмотров: 1888
খুব সহজেই তরমুজের মাছি পোকা দমন পদ্ধতি। মাছি পোকা দমনের যাদু। Banijjik krishi. বর্তমান সময়ে চলতি মৌসুমে অনেকেই বাংলাদেশে বারোমাসি তরমুজ বা মাচায় তরমুজের চাষ করেছেন। কিন্তু তরমুজের যখন জালি ধরে তখন থেকেই তারা তরমুজের মাছি পোকার আক্রমন দেখতে পান। কিন্তু কীটনাশক দিয়েও কোন কাজ আসছে না। এ সময় কৃষি বিভাগের পরামর্শে ইয়োলো কালার ট্রাপ স্থাপন করেন এলাকার কৃষকগণ। পরিবেশ বান্ধব ইয়োলো কালার ট্রাপের সাহায্যে কুমড়া জাতীয় গোত্রের সকল মাছি পোকা দমন করতে কৃষকগণের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। দরুণ কাজে আসে এই প্রুযুক্তিটি। আর এভা্বেই সফল হন চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কৃষকগণ। বিঘায় কতটি উয়োলো কালার ট্রাপ লাগবে, কতটুকু দুরত্বে এটি স্থাপন করতে হবে, এর ব্যবহার কিভাবে করতে হবে ইত্যাদি নিয়ে আমাদের আজকের ভিডিওটি তৈরী করা হয়েছে । ভিডিওটি দেখে উদ্যেক্তাগণ ও তরমুজ চাষীগণ উপকৃত হবেন। কৃষিই সমৃদ্ধি। বিস্তারিত জানার জন্য যোগাযোগ বাদল -01851-813017।
#ইয়োলো_কালার_ট্রাপ #তরমুজের_মাছি_পোকা_দমন #Banijjik_Krishi.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: