পরিষ্কার-পরিচ্ছন্ন ছাদ বাগান, সেরার সেরা হাতের কাজ/Beautiful clean rooftop Garden overview/
Автор: Green Friends
Загружено: 2022-01-17
Просмотров: 56922
#winter_special_Garden_overview
খুব সুন্দর বাগান যা চকচক করছে প্রত্যেকটা গাছ বাগানের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা যে কি ভালো একটা কাজ করে সেটা বাগানগুলো দেখলেই বোঝা যায় কতটা মন পরিষ্কার থাকলে এরকম বাগান পরিষ্কার রাখা যায় সেটা আমরা এই ভিডিও থেকে জানতে পারবো।
বাগান তো আমরা অনেক দেখায় তবে এরকম পরিষ্কার-পরিচ্ছন্ন ছাদ সত্যি খুব কম দেখা যায় প্রত্যেকটা গাছের গ্রোথ খুব ভালো খুব সহজভাবে করা হচ্ছে পরিবারের সকলে মিলে এই বাগান তৈরি করছেন প্রত্যেকটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে।
এই বাগান করতে গেলে সময় তারা কখন দেন কিভাবে পরিচর্যা করেন কোথা থেকে কিভাবে গাছ কিনে নিয়ে আসেন এবং তারা কোথায় থাকেন কোন জায়গায় এই ছাদ বাগান আমরা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি এই প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মধ্যে তুলে দেওয়া আছে।
তবে ভিডিওতে একটা বাড়তি পাওনা আছে হাতের কাজ এটা এখন আমরা প্রত্যেকটা ছাদ বাগানে গিয়ে দেখতে পাচ্ছি তারা তাদের সময় বার করে তারাই হাতের কাজ গুলি তৈরি করছেন এগুলো আপনাদের চ্যানেল কিন্তু তুলে ধরার চেষ্টা করে অনেকে বলেন না তাই অসুবিধা হয় কিন্তু যারা বলেন তাদের গুলো কিন্তু আমরা সত্যি সবার মাঝখানে তুলে ধরার চেষ্টা করি।
এরকম হাতের কাজ দেখে সবার প্রথম মনে প্রশ্ন জাগে কখন আপনি সময় পান এত সুন্দর বাগান করার পরেও এই রকম হাতের কাজ করা সবকিছু বলেছেন রাতের পর রাত দুপুরের পর দুপুর না টিভিতে কোনরকম সিরিয়াল দেখে তারা এগুলো নিয়েই পড়ে আছেন।
যেমন তেমন ভাবে এই হাতের কাজ কিন্তু করা নেই খুব পরিষ্কার-পরিচ্ছন্ন করে এই কাজগুলো করা হয়েছে এত ভালো লেগেছে ভিডিওটা করতে গিয়ে আপনাদের সঙ্গে কি বলবো।
আপনারাও যারা এই ধরনের হাতের কাজ গুলি করে তাদেরকে আমাদের সামনে তুলে ধরতে পারেন।
আমরা সর্বদা চেষ্টা করব তাদের কাজকে জনসাধারণের কাছে পৌঁছে দিতে। অনেকে বাগান করার সময় পায়না হাতের কাজ তো অনেক দুর এখানে দেখা যাচ্ছে বাগানের পাশাপাশি সমানভাবে পাল্লা দিয়ে করা হচ্ছে হাতের কাজ এবং কি কি দিয়ে বা কিকি মেটেরিয়াল দিয়ে এই কাজগুলি করা হয় সবকিছু কিন্তু কল সামনে বলেছেন।
Green friends YouTube channel সব সময় আপনাদের পাশে আছে সাথে আছে কোন অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়া।
একটা ভালো বাগান করতে গেলে একটা ভিটামিন কীটনাশক নিম তেল ফাংগিসাইড ও বেশ কিছু খাবারের প্রয়োজন হয় সেগুন এর ব্যবহার কিভাবে করা হয় সবকিছু আমরা বলি।
রোজ দুপুর 1 টা তে নতুন কিছু দেওয়ার চেষ্টা থাকে আমার আপনাদের সামনে তুলে ধরার।
প্রত্যেকটা মানুষের ছাদ বাগান তুলে ধরলে তা আরো যেমন মনের জোর বাড়ে তেমনি যারা এই ভিডিওগুলো দেখে তাদের মনের জোর অনেকটাই বেড়ে যায় বাগান করার জন্য সাহস যোগায় তাই ভিডিওগুলো যারা বাগান করে না তাদের কাছে আপনারা একটু যদি শেয়ার করেন তাহলে খুব ভালো হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: