রজনীকান্ত সেনের গান ll এতো কোলাহলে প্রভু ভাঙিল না ঘুম ll কন্ঠে : সুমা রায় চৌধুরী
Автор: Musical Suma
Загружено: 2025-11-18
Просмотров: 139
এত কোলাহলে প্রভু, ভাঙ্গিল না ঘুম;
কি ঘোর তামসী নিশা নয়নে আনিল মোহ,
এ জীবন নীরব নিঝুম।।
প্রেমিক হৃদয়গুলি, প্রেমানল-শিখা তুলি
“জয় প্রেমময়” বলি, তব পানে ধায় ;—
সে বহি-পরশে মম, সিক্ত ইন্ধন-সম,
হৃদি হতে উঠে শুধু ধুম।।
সবারি পরাণ, নব অরুণ কিরণে তব,
ফুটিয়া দুলিয়া হাসি সুরভি বিলায় ;—
মোহালস টুটিল না, সে কিরণে ফুটিল না
আমারি এ হৃদয়-কুসুম।।
রজনীকান্ত সেন
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: