সরগম সুদান ঘাস বীজ চাষের নিয়ম।01334642219। Sudan gas chas | alif agro
Автор: ALIF AGRO
Загружено: 2024-11-05
Просмотров: 42738
🐄🐄সরগম সুদান ঘাস চাষ করুন ১২ মাস (পানিতে ও শুকনো জমিতে হয় )🐄🐄
গরু,ছাগলের উত্তম খাদ্য- 🐃🐄🐂🐐
🐄জাম্বু ঘাসে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকায় ডেইরী বা দুগ্ধবতী গাভীর দুধ উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে। হজমের সমস্যা হলে বা পরিপাক তন্ত্রের সমস্যা জাম্বু ঘাস অনেক উপকারি।
গরু মোটাতাজাকরণে এই ঘাস ব্যবহার করলে মাংসের উৎপাদন বৃদ্ধি পায়।
জাম্বু ঘাস চাষ পদ্ধতি অনুসরন করলে ঘাসের ফলন ভালো পাওয়া যাবে। 🐄
☘️এই ঘাস চাষে খরচ খুবই কম।
☘️মাত্র ৩৫-৪০ দিনেই খাওয়ানোর উপযুক্ত হয়।
☘️৫-৬ ফুট লম্বা হয়।
☘️একবার বীজ ছিটালে 6-7 বার কাটা যায়।
☘️ সারা বছর চাষ করা যায়।
☘️নরম ও সুস্বাদু হওয়ায়, এই ঘাস গরু এবং ছাগলে খুব ভাল খায়।
☘️দীর্ঘদিন পর্যন্ত নরম থাকে।
☘️ অধিক পুষ্টিগুণ সম্পন্ন ও উচ্চ ফলনশীল ঘাস। ক্রুড প্রোটিন: 20-22%
☘️১ কেজি বীজ দিয়ে ৩ শতাংশ জমিতে চাষ করা যায়।
☘️গম অথবা সরিষার মত করে চাষ করতে হয়।
• ২-৩ টি চাষ ও মই দিয়ে মাটি তৈরী করতে হবে।
• জমি তৈরীর সময় অবশ্যই গোবর সার, টিএসপি ও এমপি সার দিতে হবে।
• ঘাস কাটার পর জমিতে ইউরিয়া ও সেচ দিলে ফলন বাড়ে।
৩০-৪০ দিন পর ১ম বার কাটিং দেওয়া যায় ও ২৫-৩০ দিন পরপর এই ঘাস কাটা যায়।
জাম্বু (সরগম সুদান) ঘাসের বীজের জন্য :
☎️ 01334642219( WhatsApp/imo)
☎️01784292432
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: