দ্বীপ উপজেলা কুতুবদিয়া ।। Kutubdia
Автор: Furomon creators
Загружено: 2025-05-22
Просмотров: 164
প্রাকৃতিক সৌন্দর্য যেন দ্বীপের প্রতিটি কোণায় কোণায়। দ্বীপের অবিচ্ছিন্ন প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত, যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার সৈকতের আদলে গড়া। স্বল্প খরচে মনোরম পরিবেশে উত্তম ভ্রমণ পিপাসুদের পিপাসা মেটানোর সবচেয়ে ভালো সুযোগ এই দ্বীপ। একদিকে যেমন কক্সবাজারের স্বাদ নেয়া যায় অপরদিকে সেন্টমার্টিন ভ্রমণের স্বাদ মিলে পর্যটকদের একই জায়গায়। ঝাড় বাগানে গেলে মনে হয় যেন সুন্দরবনের কোনও অংশে বিচরণ করছেন। ব্যস্ত জেলেরা পাড়ি দিচ্ছে নৌকা নিয়ে বঙ্গোপসাগরের গর্ভে মৎস্য আহরণের নিমিত্তে, ফিরে আসে মুখ ভরা হাসি আর জালভর্তি মাছ নিয়ে, সেটাও সরাসরি দেখার সুযোগ মিলবে কুতুবদিয়ার সৈকতে। মাছ নামার সাথেই সাথেই ক্রেতাদের ভিড় পড়ে যায় মাছ ক্রয় করতে।
জীব বৈচিত্র্যময় দ্বীপের সমুদ্রসৈকতে রয়েছে নানান প্রকার সামুদ্রিক মাছ, গাঙচিল, বকসহ সমুদ্রের বিভিন্ন প্রজাতির মাছসহ বহু প্রজাতির চেনা অচেনা প্রাণী। অগণিত গাঙচিল সমুদ্রপৃষ্ঠ ও বাতাসে ভেসে বেড়ায় মুক্ত ডানা মেলে। সূর্যোদয় ও সূর্যাস্তও দেখা যায় কুতুবদিয়ার সৈকত থেকে। পর্যটকরাও মনভরে এই দৃশ্য দেখতে ভিড় করে সমুদ্রসৈকতে।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: