ছায়া গ্রাম । Chaya Gram | Oloukik- অলৌকিক | Logence exclusive
Автор: Logence
Загружено: 2025-11-28
Просмотров: 6832
#bhoot #bhoot.com #rjrussel #sristy #oloukik #logence
অদেখা, অজানা, অশরীরি - গা ছমছমে সে সব অনুভূতিই যেন ভয় ! লজেন্স আপনাদের জন্য নিয়ে আসলো তেমনই এক নতুন ভয়াল অভিজ্ঞতা - “অলৌকিক” ! শুরু হোক নতুন এই ভয়ের যাত্রা… সৃষ্টি - র সাথে !!!
আর জে রাসেলের সাথে একসাথে কাজ করা সৃষ্টির সাথেই শুরু হবে অলৌকিক যাত্রা ! অলৌকিক - হবে কেবল মাত্র লজেন্স - এ, সৃষ্টি থাকবে যার প্রাণকেন্দ্রে ! আমরা চাই আপনাদের সাথে ঘটে যাওয়া হরর সব কিছু পাঠিয়ে দিন [email protected] ইমেইল-এ !!!
................................................................................................................................................................
হ্যালো হরর লাভার্স! ওয়েলকাম টু অলৌকিক! শুরু করার আগে জানিয়ে দিই সবার আগে অলৌকিক সম্পর্কে! যা কিছু লৌকিক নয়, মানে প্রতিনিয়ত ঘটে না বা ঘটার কথা না, তাই নিয়েই অলৌকিক। এখানে আমি আপনাদের শোনাবো লৌকিকতার বাইরের জগতের রক্ত হিম করা ঘটনা।
এবার জানিয়ে দিই কোথায় শুনবেন অলৌকিক। ইয়েস অলৌকিক শুনবেন শুধু মাত্র লজেন্সের ইউটিউব চ্যানেলে।
কিভাবে অংশ নেবেন? খুব সহজ। জাস্ট আপনার ঘটনা ইমেইল করুন [email protected] এই অ্যাড্রেসে।
এবার আমার পরিচয়টা দিয়ে নিই। আমি সৃষ্টি। ঘটনা পড়তে ভালোবাসি। শোনাতে ভালোবাসি। অনেকটা সময় ধরে কাজ করছি ভয়ের ঘটনা নিয়ে। বার বার ফিরে গেছি। বার বার ফিরে এসেছি। এবার থাকতে চাই। আপনাদের সাথে। অলৌকিকের সাথে।
অনেক কথা হলো। এবার ঘটনা শোনানোর পালা। প্রথম কয়েকটা ঘটনা অনেক কষ্টে সংগ্রহ করতে হয়েছে আমাকে। কষ্টটা কমবে যদি ঘটনা পাঠান।অলৌকিক ভূত ডট কম এর ইনপিরেশনেই শুরু করা। কে জানে হয়তো ভূত ডট কম আসবে কখনো আমাদের এখানে। আমরাও যাবো সেখানে।
কেন অলৌকিক? এখানে যা শুনবেন সব সত্য ঘটনা। তবে, এখানে বিষয় বস্তু শুধু ভূত নিয়ে নয়। যা কিছু অলৌকিক তাই নিয়ে। অর্থ্যৎ রহস্য, সাসপেন্স সবই পাবেন এখানে। যেমন পাবেন ভূতুড়ে ঘটনা, তেমনি রক্ত ঠাণ্ডা করে দেয়া সিরিয়াল কিলারের ঘটনাও থাকবে এখানে। তবে, যা থাকবে সবই তার সত্যি হতে হবে। সুতরাং, যদি পৃথিবীর এমন কোনো ঘটনা আপনার জানা থাকে, যা কিনা অলৌকিক, কোনো চিন্তা না করেই তা পাঠিয়ে দিন আমাকে। এবার ঘটনাই যাই?
ঘটনাগুলো সত্য। কিন্তু সংগ্রহ করেছে লজেন্স টিম। তাই যার ঘটনা শুধু তার নামটাই বলছি। যখন আপনি পাঠাবেন তখন অবশ্যই আপনার নামটা বলবো। চলুন আর কথা না বলে শুরু করা যাক !
অলৌকিক যাত্রায় ওয়েলকাম !
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: