বাংলাদেশের যে গ্রামে জমির কোনো মালিক নাই |
Автор: zhupu family
Загружено: 2024-12-12
Просмотров: 158
বাংলাদেশের যে গ্রামে জমির কোনো মালিক নাই | #travelvlog #vlog #vlogvideo vlog #vlogvideo #village life #villagevlog #pirojpur #borishal #cake #meat #fire #মাটিরচুলা #চিতইপিঠা #খেজুরেররস #শীতেরপিঠা #শীত #নদী #কৃষি #কৃষক_খামারী #সবজি #বকপাখি #নদীভাঙ্গন #মুলা #রাস্তা #বাজার #bus #busjourney #zhupu family #হাঁস #মুরগি #খাল #youtubevideo #youtubevideos
পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল
পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমে বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের সাথে বিভাজিত করেছে।
পিরোজপুর জেলা বিষুব রেখার ২২.৩০’ থেকে ২২.৫২ উত্তর আক্ষাংশে এবং ৮৯.৫২ থেকে ৯০.১৩ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। পিরোজপুর জেলা মূলত সমতল ভূমি এবং মূল ভূখন্ড সমুদ্র সমতল থেকে ক্ষেত্র বিশেষে ১০ফুট থেকে ১৯ ফুট উঁচুতে অবস্থিত।
এখানে ডিসেম্বরের শেষে জানুয়ারির মধ্যভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ৯ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত ১৯৯০ মিলিমিটার। জলবায়ু মূলত নাতিশীতোষ্ণ।
কারো কারো মতে, সুবেদার শাহ সুজার দ্বিতীয় পুত্র ফিরোজ শাহ এই এলাকায় মারা যান এবং এলাকাটি পরবর্তীকালে 'ফিরোজপুর' নামে পরিচিতি লাভ করে। কালক্রমে 'ফিরোজপুর' উচ্চারণ পরে ধীরে ধীরে 'পিরোজপুর' নামে পরিণত হয়।
এখানকার গ্রামীণ মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। এছাড়াও আয়ের অন্যান্য উৎস রয়েছে যা মূলত শহর ভিত্তিক।
Contract mail : [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: