sai r lila bujhbi kheyapa /সাঁই'র লীলা বুঝবি ক্ষ্যাপা
Автор: Anandanagar-আনন্দনগর (saif rhmn asif)
Загружено: 2025-07-04
Просмотров: 2569
প্রজেক্ট ৩৬০
পর্ব -১৪
সাঁই'র লীলা বুঝবি ক্ষ্যাপা
লীলার যার নাইরে সীমা
কোন সময় কি
রূপ সে ধরে
কেমন করে
সাঁই'র লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে
আপনি ঘরে আপনি ঘুরি
আপনি করেন রসের চুরি
ঘরে ঘরে
আপনি করেন ম্যাজিস্টারি
আপন পায় বেড়ি পরে
গঙ্গায় গেলে গঙ্গাজল হয়
গর্তে গেলে কূপ জল হয়
বেদ বিচারে
তেমনি সাঁইজীর বিভিন্ন নাম
জানায় পাত্র অনুসারে
একে বয়ে অনন্ত ধারা
তুমি আমি নাম বেওয়ারা
ভাবের পরে
লালন বলে কে বা আমি
জানলে ধাধা যেত দূরে
সাঁই'র লীলা বুঝবি ক্ষ্যাপা কেমন করে 🙏
পদ :ফকির লালন সাঁই
কন্ঠ একতারা ও ডুগি :সাইফ রহমান আসিফ
কাস্টমস স্ট্রিংস :জাইম আমান
ফকির লালন সাইজির ভাব বাণি মূলত মানুষের মন তত্ব থেকে শুরু করে দেহ তত্ব, সৃষ্টি তত্ব, আদী তত্ব,নবী তত্ত্ব, দর্শন তত্ত্ব, গুরু তত্ত্ব ভিত্তিক।
এ মহান বাণী গুলো শুনে বুঝে উপলব্ধি করার মাঝেই স্বার্থকতা।
সাইজীর ভাব শুনে কানে প্রশান্তি হলে মনে প্রশান্তি হয়।
মনে প্রশান্তি হলে আত্ম উপলব্ধি হয়।
এ গান গুলো সে আঙ্গিকে সবার জন্য।
শুনুন,,,,,প্রশান্তি নিন,,,,
lyrics and tune :fakir lalon sai
Voice ektara and dugi :saif rhmn asif
Strings: zaim aman
A live recorded version
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: