মাওয়া ঘাটের রূপালী ইলিশ part 2
Автор: MSC Sam
Загружено: 2025-12-11
Просмотров: 32
পদ্মা নদীর তীরে মাওয়া ঘাটে রাতের বেলায় বন্ধুদের নিয়ে ইলিশ মাছ খাওয়া এ যেন এক রূপকথার গল্পের মত কত হাসি কত মজা কতই না কত কিছু
আমরা যারা ঢাকাবাসী ঢাকা থেকে যাওয়ার পথে হানিফ ফ্লাইওভার পার হওয়ার পর গাড়িতে পছন্দের মিউজিক লাগিয়ে ভলিউম হাই করে সবাই মিলে মনের সুখে গান গাওয়া সবাই কুশল বিনিময় করা একে অপরকে গালাগাল করা একে অপরকে দোষারোপ করা এজন্য এক অন্যরকম টক শো মন খুলে মনের ভাষা প্রকাশ করা কোথায় গেলে পাবেন এটা ভাই এখানে সবাই নিজের মত নিজের মনের ভাব কোন বাধা হীন ভাবে প্রকাশ করার একটা মাধ্যম
পদ্মা সেতু হওয়ার পর মাওয়া ঘাটে ভেবেছিলাম জনবল কমে যাবে কিন্তু হয়েছে তার ব্যতিক্রম জনবল যত বেড়েছে তত বেড়েছে রেস্টুরেন্ট নিত্যনতুন বিনোদনের মাধ্যম আছে ডিজে নৌকা যেখানে উঠলে সবাই চিৎকার করে বলে আরো জোরে ঠেলা দেন আবার কেউবা বলে আছতে
আরো আছে বক্সিং করার সুযোগ সবাই চেষ্টা করে নিজের শক্তি কতটা আছে যাচাই করে নাওয়ার খাওয়া শেষে সবাই নদীর ধারে শীতল ঠান্ডা হাওয়ায় মনের গল্প বলে কেউবা আবার সিগারেট ধরায় এইরি মধ্য দিয়ে আমাদের রূপকথার গল্প শেষ হয়।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: