রাজপথের কথা | গল্পগুচ্ছ | রবীন্দ্রনাথ ঠাকুর
Автор: PiolTube
Загружено: 2022-03-04
Просмотров: 77
একটা রাজপথ । রাজপথ নিজের জবানীতে তার দৈনন্দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার বর্ণনা করেছে। কে আসে কে যায়। কত মানুষ এই পথে হেটে যায় এসব। কত দুঃখ কত আনন্দ এই রাজপথের ওপরে। কেউ বলে যায় সুখের কথা কেউবা দুঃখের কথা। মনের সুখে কেউবা গেয়ে যায় তার ভালোবাসার কথা। তবে গানের পুরোটা রাজপথ শেষ করতে পারে না। গানের কিছু অংশ শুনতে পারে কিছু অংশ না শোনাই থেকে যায়। গানের বাকি অংশ শোনার জন্য অপেক্ষা করে কিন্তু বাকি অংশ আর শোনা হয়না।
এই রাজপথ দিয়ে কত মানুষ হেটে যায়, কেউবা গাড়িতে করে। গ্রীষ্মে ধুলাই একাকার আবার বর্ষায় এক হাটু জল। এত মানু্ষের ভিড়ে রাজপথ কাউকে কাউকে মনে রাখে। তাদের সাথে আবার দেখা হবে বলে অপেক্ষা করে। তেমনি একজন ছিল একটা মেয়ে। রাজপথের পাশ দিয়ে যে ছোট শাখা পথ বেরিয়ে গেছে সেখানে বট গাছের ছায়ায় একটা মেয়ে একটা ছেলে কত সময় কাটায়। সুখ দুঃখের কথা হয়। মাঝে মাঝে হাসির সুমধুর শব্দে মন আনন্দে ভরে ওঠে আবার দুঃখে ভারাক্রান্ত। এভাবে দিন কেটে যায়।
হঠাৎ একদিন মেয়েটা অনেক কান্নাকাটি করে। তার কান্নার জল রাজপথের মাটিকে শিক্ত করে চলে যায়। হয়তবা সেই ছেলেটা তাকে কষ্ট দিয়েছে। সেই যে মেয়েটা কান্নাকাটি করে চলে গেল এর পর আর কখনো সে এই রাজপথে আসেনি। রাজপথ অধীর আগ্রহ নিয়ে তার প্রতিক্ষা করে কিন্তু সে আর আসেনা। মূলত রাজপথ নামক একটা জড় বস্তুর যে অনুভূতি তা প্রকাশ করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ।
গল্পপাঠ - সুপর্ণা দোস্তগীর
video by Piol productions
please like share and subscribe my channel & stay With Us. Thank you for watching.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: