ইসমে আজম - মনের আশা পূরণ হওয়ার দোয়া। Isme Azam Dua Bangla | Sheikh Masud
Автор: Anonder Alo Quran
Загружено: 2025-01-01
Просмотров: 5038
#dua #ইসমেআজম #anonderaloquran
ইসমে আজম - মনের আশা পূরণ হওয়ার দোয়া। Isme Azam Dua Bangla | Sheikh Masud
► ইসমে আজম দোয়া
► Isme Azam Dua
► Audio - By Sheikh Masud
► Video - Anonder Alo Quran
► Subscribe Now : @AnonderAloQuran
................................................
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ الأَحَدُ الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইকুল্লাহু কুফুওয়ান আহাদ।
অর্থ: হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই।
‘আবদুল্লাহ ইবনু বুরাইদাহ্ আল-আসলামী (রাঃ) হতে তার বাবা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক লোককে তার দু’আ এভাবে বলতে শুনেনঃ “হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোন মা’বূদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি, তার সমকক্ষ কেউ নেই”। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন বললেনঃ সেই মহান সত্তার ক্বসম যাঁর হাতে আমার জীবন! নিঃসন্দেহে এই লোক আল্লাহ তা’আলার মহান নামের ওয়াসীলায় তার নিকটে প্রার্থনা করেছে, যে নামের ওয়াসীলায় দু’আ করা হলে তিনি ক্ববূল করেন এবং যে নামের ওয়াসীলায় প্রার্থনা করলে তিনি দান করেন।
[ সহীহঃ ইবনু মাজাহ (হাঃ ৩৮৫৭), জামে' আত-তিরমিজি (হাঃ ৩৪৭৫) । হাদিসের মানঃ সহিহ হাদিস ]
উক্ত দোয়াটি ইসমে আজম দোয়া নামে পরিচিত কারন, আল্লাহ্র নাম দিয়ে দোয়া করলে বেশি দোয়া কবুল হয়।
© All Copyright Reserved by Anonder Alo Quran
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: