চিল্কিগড় কনক-দুর্গা মন্দিরের অজানা ইতিহাস || Bengal Circle
Автор: Bengal Circle
Загружено: 2021-06-12
Просмотров: 1584
ঝাড়গ্রাম জেলায় চিল্কিগড়ের
ঐতিহ্যময় কনক-দুর্গা মন্দির
© 𝐁𝐞𝐧𝐠𝐚𝐥 𝐂𝐢𝐫𝐜𝐥𝐞
ɴᴀʀʀᴀᴛᴇᴅ ʙʏ 👉 ʀᴜᴘꜱᴀ ᴘᴀɴɪ
ᴠɪᴅᴇᴏ ꜱʜᴏᴏᴛ , ᴇᴅɪᴛɪɴɢ , ɪɴꜰᴏʀᴍᴀᴛɪᴏɴ ᴄᴏʟʟᴇᴄᴛɪᴏɴ , ᴡʀɪᴛᴛᴇɴ & ᴀᴜᴅɪᴏ ᴍɪxɪɴɢ
👉 ꜱᴀʏᴀɴ ᴄʜᴀᴛᴛᴇʀᴊᴇᴇ
ঝাড়গ্রাম জেলায় চিল্কিগড়ে প্রায় ৫০০ বছরে প্রাচীন ঐতিহ্যময় কনক-দুর্গা মন্দির। বাংলার জঙ্গলমহল ও চিল্কিগড়ের প্রধান আকর্ষণ এই কনক দুর্গা । এই মন্দিরের পশ্চিমে রয়েছে গভীর অরণ্য আর পূর্বে রয়েছে রূপসী সুন্দরী ডুলুং নদী।
পুরোনো মন্দিরের প্রতিষ্ঠাতা, উড়িষ্যা থেকে আসা রাজা, বিশ্বরূপ তিপাঠী ।
উড়িষ্যা ও অনার্য মন্দির শৈলীতে নির্মিত প্রাচীন এই মন্দির প্রকৃতপক্ষে একটি বিষ্ণুমন্দির। ভারতের মন্দির শৈলী ও উড়িষ্যার স্থাপত্যরীতি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে, এই প্রাচীন ভগ্ন মন্দিরের মাথায় বিষ্ণুর সুদর্শন চক্র ও ধ্বজ বর্তমান। এই শিল্পরীতি শুধুমাত্র ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের মন্দির দেখা যায়। তবুও এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ছিলেন কনক-দুর্গা। প্রাচীনকালে কোন এক সময় এই মন্দিরে একটি প্রবল বজ্রপাত হয় যার ফলে মন্দিরটি সম্পূর্ণভাবে সমান দ্বিখণ্ডিত হয়ে যায় এবং তার পাশেই নবনির্মিত কনক-দুর্গা মন্দির স্থাপিত হয়। এই মন্দিরটিও শতাধিক বছরের পুরোনো।ইতিহাস বলে, এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা গোপীনাথ সিংহ রায়। তিনি একদিন স্বপ্নাদেশ পেয়ে মায়ের সোনার বিগ্রহ কনক দুর্গাকে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন।চিল্কিগড় রাজারা কালিকা পুরাণ ও তন্ত্রমতে এই দেবীর আরাধনা করতেন।
প্রতি অমাবস্যা তিথিতে এই মায়ের কাছে দেওয়া হত নরবলি। রাজার আদেশে রাজ শত্রু ও বন্দীদের নিয়ে আসা হত এই মায়ের সামনে এবং খাঁড়ার আঘাতে অপরাধের শাস্তি স্বরূপ দেওয়া হতো নরবলি। এই মন্দিরে নরবলির ইতিহাস বহু বছর স্থায়ী ছিল।
আর শোনা যায় এই নর বলি বন্দ হয় মা দুর্গা র আদেশে।
তবে এখনও নবমীতেই দুর্গার সামনে মোষ বলি দেওয়া হয়।হয়। রাজতন্ত্রের বিলোপের পর ১৯৬০ সালে এই মন্দির থেকে সোনার বিগ্রহটি চুরি যায়। এরপর প্রায় তিন দশক এই মন্দিরের কোনো বিগ্রহ ছাড়াই মায়ের পূজা আরাধনা চলত। এরপর রাজার বংশধরেরা কনক দূর্গার অনুরূপ একটি অষ্টধাতুর দুর্গা মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন এখনও তিনিই মহাসমারোহে পূজিত হয় এই মন্দিরে ।
তথ্য সংগ্রহ করতে সাহায্যে করেছেন 👉
প্রীতম ষড়ঙ্গী
, গৌতম ষড়ঙ্গী,
আতঙ্ক ভঞ্জন ষড়ঙ্গী (প্রধান পুরোহিত)
, কৌশিক ষড়ঙ্গী।
#dearjhargram
#Bengalcircle
Our Playlists 👇👇
Vlog - • BENGAL CIRCLE TRAVEL VLOG
Moner Kotha 👉 • মনের কথা ( গল্প কাহিনী ) Confessions
GalpoKahini - • GalpoKahini - Viral Stories
এই Channel Open করার সময় শুধু এটা মাথায় ছিল যে আলাদা কিছু করতে হবে। তা না হলে এই রকমের আরো অনেক Channel তো আছেই ।। তো আমাদের কনসেপ্ট হলো যে বাংলার কাছে বা দূরে থাকা মানুষদের আরো কাছে নিয়ে আসা আমাদের Bengal Circle এ । তার জন্যে আপনাদের সাপোর্ট ভীষণভাবে প্ৰয়োজন , তা না হলে আমরা এগোতে পারবো না। খুব শিগগিরই বিশিষ্ট কিছু স্থানে আমরা লাইভ ভিডিও নিয়ে আসবো।এছাড়াও থাকছে Vlog , Short Films এবং Audio Stories । এরই মধ্যে কিছু মানুষ এর ভালো লাগা খারাপ লাগা দুটোই আমাদের সামনেএসেছে। অসংখ ধন্যবাদ আমাদের Response দেওয়ার জন্যে। Youtube Link👉 / bengalcircle আমাদের চ্যানেল এর সাথে থাকুন , আর বিভিন্ন জায়গায় ঘোরার আনন্দ বাড়িতে বসেই উপভোগ করুন ।। আর চ্যানেলটি ভালো লাগলে তবেই Subscribe করবেন ।। সাথে থাকুন দেখতে থাকুন দেখাতে থাকুন ।। 🙂👍👍
#BengalCircle #মনেরকথা #Photoshoot
© Bengal Circle
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: