আমাদের ছোট পুকুর থেকে মাছ ধরলাম। 🐟🐠🐋🐟 পুকুরে মাছ কম কেনো জানতে পুরা ভিডিও দেখবেন । ইংশাআল্লাহ।
Автор: নূর এগ্রো
Загружено: 2026-01-17
Просмотров: 417
আসসালামুআলাইকুম,
আমার এটাই প্রথম ভিডিও আপলোড করা হচ্ছে, এর আগে কখনো এমন উদ্দেশ্যে ক্যামেরার সামনে আসা হয় নাই, এক কথায় এই বিষয়ে একদম নতুন , আমি শিখতে চাই এবং আমি বেটার কিছু করতে চাই যেটা একদম শুরু থেকেই সম্ভব নয়।
তবে আমি এতটুক ববলতে পারি আমার কাছে আপনারা ভন্ডামি পাবেন না আপনারা অনেক এগ্রো কে চেনেন যারা অনেক বিশ্বাসযোগ্য এবং ভরসা যোগ্য যেমন বিসমিল্লাহ এগ্রো আরো আছে আমিও তাদের মতোই বিশ্বাস যোগ্য ভরসা যোগ্য হতে চাই। ইংশাআল্লাহ।
যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলেই আমার এগিয়ে সম্ভব
তাই সকলেই দয়া করে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ইংশাআল্লাহ আপনাদের সাপোর্ট আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবে।
সকলকেই অসংখ্য ধন্যবাদ।
সুস্হ রাখার মালিক আল্লাহ আল্লাহ সকলেই সুস্থ রাখুক এবং নেক হায়াত দান করুক। আমিন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: