আগামী এপ্রিলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু-বিমান প্রতিমন্ত্রী
Автор: Sylhet Focus TV
Загружено: 2019-10-27
Просмотров: 187
আগামী এপ্রিলে সিলেট থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু-বিমান প্রতিমন্ত্রী
মোঃ রহমত আলী, হবিগঞ্জ॥ আগামী এপ্রিল থেকে সিলেট বিমান বন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে মেঘা প্রকল্প নেয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কে পর্যটন মন্ত্রণালয়ের নিজস্ব পরিবহন থাকবে। যাতে বাইরে থেকে মানুষ এসে এখানে সহযে যাতায়াত করতে পারে। হবিগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে থাকার জন্য সুব্যবস্থা করা হবে।
শনিবার হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বিথঙ্গল আখড়ায় ভক্ত নিবাসের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে আখড়া কর্তৃপক্ষ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথাগুলো বলেন। আখড়ার প্রধান সুকুমার মোহন্ত’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শংকর পালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রনালয়ের সচিব মো. মহিবুল হক, পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান রামচন্দ্র দাশ, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমূখ। পরে তিনি বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী সাগড়দিঘিসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন।
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: