ড্রোন যদি ক্রাশ করে? 😨 | জীবনের প্রথম ফ্লাই | DJI Mini 5 Pro Bangla
Автор: Atik Hasan
Загружено: 2026-01-02
Просмотров: 835
আজকের দিনটা আমার জীবনের বহুদিনের স্বপ্ন আর অপেক্ষার শেষ অধ্যায়।
ঢাকা থেকে ড্রোন এনে দুই দিন হয়ে গেল, কিন্তু সাহস করে আকাশে ওড়ানোর মতো মানসিক শক্তি তখনো তৈরি হয়নি।
অবশেষে আজ, আমার দুই কলিজার টুকরোকে সঙ্গে নিয়ে, বাড়ি থেকে একটু দূরে এক খোলা ফাঁকা মাঠে চলে এলাম। ওরা এসেছিল পাখি শিকারের খেলায়—আর আমি ওদের জন্য ভেবেছিলাম এক বড় সারপ্রাইজ। জীবনে আগে কখনো ড্রোন ছুঁয়েও দেখিনি, শুধু ইউটিউব ভিডিও দেখে দেখে একটু সাহস জুগিয়েছি।
বুকের ভেতর অজানা ভয়—
আমি পারবো তো?
ড্রোন যদি মাটিতে ক্রাশ করে?
হাজারো প্রশ্ন আর সংশয় মাথায় নিয়েই আজ ড্রোনের প্রথম উদ্বোধন, প্রথম আকাশে ওড়ানো।
ঠিক সেই রোমাঞ্চকর মুহূর্তে ইয়ামিন ড্রোনটিকে উড়ন্ত অবস্থায় হাতে ধরে ফেলতে চেয়েছিল—সেই দৃশ্যসহ পুরো ঘটনাই আজকের ভিডিওতে রয়েছে।
এই ভিডিওটি মূলত তৈরি করা হয়েছে—
👉 যারা বাংলাদেশে নতুন ড্রোন কিনতে চান
👉 যারা প্রথম দিন ড্রোন ফ্লাই করতে ভয় পান
👉 ড্রোন কীভাবে নিরাপদে উড়াতে হয়, ল্যান্ডিং করতে হয়—সেই ধারণা পেতে চান
এছাড়াও এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি
আমার লোকাল জনপদ—আমার গ্রাম, নদী, ফসলি জমি—সবকিছু আকাশ থেকে।
মোটকথা, এটি আমার জীবনের
🎥 প্রথম ড্রোন ফ্লাইট
🌍 একটি ট্রাভেল ভ্লগ
✈️ স্বপ্ন ছুঁয়ে দেখার প্রথম দিন
ভিডিওটি যদি ভালো লাগে, অনুগ্রহ করে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
আপনাদের ভালোবাসাই আমাকে আরও এগিয়ে যেতে সাহস দেবে ❤️
— Atik Hasan
#dji drone bangla
#first drone fly
#drone bangla
#atikhasan
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: