কোন ৭টি কারণে আমেরিকান NPKS সেরা সার জেনে নিন
Автор: tuli agro
Загружено: 2025-11-24
Просмотров: 15
কোন ৭টি কারণে আমেরিকান NPKS সেরা সারঃ জেনে নিন আমেরিকার বিশ্বখ্যাত কোম্পানি Stoller, USA কর্তৃক দীর্ঘ গবেষণার মাধ্যমে জৈব উৎস থেকে তৈরীকৃত আমেরিকান NPKS একটি অত্যাধুনিক স্প্রে উপযোগী মিশ্র সার যাতে সুষম মাত্রায় গাছের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান মিশ্রিত থাকায় ফসলে এর ব্যবহারের সুফল কয়েক দিনের মধ্যেই চোখে পড়ে। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত যে, গাছের শিকড়ের মাধ্যমে গ্রহণের চেয়ে স্প্রের মাধ্যমে ব্যবহারকৃত খাদ্য উপাদান গাছের পাতার পত্ররঞ্জ বা কিউটিকুলার আয়ন এক্সচেঞ্জের মাধ্যমে গ্রহণ অধিকতর দ্রুত ও কার্যকরী হওয়ায় আমেরিকান NPKS প্রয়োগে সহজেই গাছ সবুজ, সতেজ ও সবল হয়। আমেরিকান NPKS গাছের ডালপালা ও পাতায় স্প্রে করার পরপরই গাছের শরীরে সবটুকু খাদ্য উপাদান কয়েক মিনিটের মধ্যেই শোধিত হয় এবং পরবর্তিতে তা গাছের বিভিন্ন অংশে সরবরাহ করার মাধ্যমে ফুল-ফল উৎপাদন ও গাছের কাঙ্খিত বৃদ্ধি নিশ্চিত করে।
#NPKS_সার
#কৃষি_সেবা #farming #স্মার্ট_কৃষি #স্মার্ট_চাষ #kisan #agriculture #কৃষি #অধিক_ফলন #কীটনাশক #facts #ছত্রাকনাশক
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: