সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি || KaaktaalRaw V05 Ch02 || Kaaktaal
Автор: Kaaktaal
Загружено: 2023-11-02
Просмотров: 69953
সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
রাত কাটে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
দিন যাবে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
আমি ভুলে গেছি কাজ টাজ
শুধু করি আন্দাজ
কবে দেখা হবে, রবে হাতেরই নাগালে
ঠোঁটে হাসিটা কোমল কত মায়াবী নিটোল
একটু অভিমানী চাহনিতে উষ্ণ আর শীতল আবারো
আবারোও
তাই রাত কাটে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
দিন যাবে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
আশা করি
আজ থেমে গেছে কলকাকলিতে মেশা সুরগুলো
স্তব্ধতায় বিলীন কচি পাতাদের দোল দেখো
ধু ধু প্রান্তর আজ কামিনী ফুলের গলি
এক কাপ চায়ে মেশা কত হাহাকার
তাই রাত কাটে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
দিন যাবে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
আশা করি
এই মন মানে না একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
আমি ছন্নছাড়া একটু তোমাকে ছাড়া
তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি
আশা করি।
Lyric Tune Voice : Aia Lemonsky
#kaaktaal
#kaaktaalraw
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: