শুরু হয়ে গেছে শাবান মাস ২০২৬ | শাবান মাসে ৪টি বিশেষ আমল করণীয় | Saban Maser Amol 2026 | Ahmadullah
Автор: Islamic Zone
Загружено: 2026-01-20
Просмотров: 1288
শুরু হয়ে গেছে পবিত্র শাবান মাস ২০২৬, যা রমজানের আগমনের পূর্বে আত্মশুদ্ধি ও ইবাদতের এক সুবর্ণ সুযোগ। এই মাসে আল্লাহ তায়ালা বান্দাদের আমল বিশেষভাবে কবুল করেন এবং অনেক গুনাহ ক্ষমা করে দেন। অনেক মুসলমান জানতে চান শাবান মাসে কোন ৪টি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন আমল করলে বেশি সওয়াব পাওয়া যায় এবং কীভাবে রমজানের জন্য নিজেকে প্রস্তুত করা যায়।
এই মূল্যবান ওয়াজে শায়খ আহমাদুল্লাহ কুরআন ও সহিহ হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন শাবান মাসের মর্যাদা, রাসূল ﷺ এর আমল, শাবান মাসে করণীয় বিশেষ ৪টি আমল এবং কোন কোন কাজ থেকে বিরত থাকা জরুরি। অনেক সময় আমরা না জেনে ভুল আমল করে ফেলি, যার ফলে সওয়াবের বদলে ক্ষতির সম্ভাবনা তৈরি হয়।
যারা শাবান মাসের বরকত লাভ করতে চান, রমজানের আগে নিজেদের আমল সুন্দর করতে চান এবং আল্লাহর রহমত ও মাগফিরাত পেতে চান—তাদের জন্য এই Ahmadullah waz 2026 অত্যন্ত উপকারী। শাবান মাসের আমল ও ফজিলত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।
#amol #ahmadullah #waz #banglawaz #shaikhahmadullah #islamiczone
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: