"নারী শ্রমে গড়া বাবুই পাখির বাসা – শিল্প আর পরিশ্রমের গল্প!"
Автор: SazzaD - সাজ্জাদ
Загружено: 2025-07-11
Просмотров: 850
গ্রামের কিছু পরিশ্রমী নারী নিজেদের হাতেই তৈরি করছেন বাবুই পাখির বাসা।
বাঁশ, পাট আর নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি হচ্ছে এসব ছোট ছোট শিল্পকর্ম।
শুধু শখ নয় — এটি এখন তাদের উপার্জনের পথও।
এই ভিডিওতে দেখা যাবে কীভাবে একজন নারী শ্রমিক ধৈর্য, কৌশল আর মমতা দিয়ে গড়ে তুলছেন বাবুই পাখির বাসা।
প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই শিল্প মানুষের মনের সৌন্দর্য প্রকাশ করে।
এটা শুধু একটা হস্তশিল্প নয় — এটা একজন নারীর গল্প, তার সংগ্রামের গল্প।
📍ভিডিও ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন, আর শেয়ার করে এই নারীদের কাজকে ছড়িয়ে দিন।
#আলোর_রেখা #বাংলারঐতিহ্য #documentarybd
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: