আমার জীবনে একটাই সাধ তোমাকেই ভালোবাসা//কথা:প্রবীর নস্কর//সুর:নারায়ণ সরদার//শিল্পী:প্রতিমা মাইতি▶️💕
Автор: MAN MONEY MUSIC
Загружено: 2023-12-22
Просмотров: 19549
আমার জীবনে একটাই সাধ তোমাকেই ভালোবাসা//কথা:প্রবীর নস্কর//সুর:নারায়ণ সরদার//শিল্পী:প্রতিমা মাইতি
Singer- Pratima Maiti
আমার জীবনে একটাই সাধ তোমাকেই ভালোবাসা,
প্রভু তোমাকেই ভালোবাসা।।
সারাক্ষণ যেন তব ধ্যানে থাকি
এটুকু মোর আশা।
বিলাপেও যেন তোমাকে না ভুলি
সুসময়ে ও যেন সদা নিয়ে চলি।
আমার জীবনে কেহ নাহি প্রভু,তুমি মোর ভরসা।
তোমাকেই সেধে যদি ব্যাথা পাই মনে
সেইতো আমার পরম পাওয়া আমার এ জীবনে,
তোমার লাগি যাতনা সাহিব তুমি যে মোর দিশা।।
জনমে জনমে সাথে ছিলে তুমি ইহ জনমে ও মোর।
তোমাতেই যেন মেতে থাকি প্রভু সারাটি জীবন ভোর।।
তোমাকেই সেধে যদি ব্যথা পাই মনেসেই তো আমার পরম পাওয়া আমার এ জীবনে
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: