Brishtir Gaan | বৃষ্টির গান । Original Song | Aditi Chakraborty
Автор: Aditi Chakraborty
Загружено: 2021-07-08
Просмотров: 360487
কাল হঠাৎ করেই মেঘ বৃষ্টি দেখে একটা গান লিখে ফেললাম। অপনাদের কথা দিয়ে ছিলাম আজ ই শোনাবো তাই আজ ই Upload করে দিলাম।
song : Brishtir Gaan ( বৃষ্টির গান )
lyricist, composer and singer : Aditi Chakraborty
গানের কথা :
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা,
চমকে চমকে দেখি আকাশ আলোর ছটা,
দামামা বাজিয়ে ওই প্রলয়ের মুখরতা,
গুরুগম্ভীর নাদে ধায় ,
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা ।।
শ্রাবনের মেঘ দেখে ময়ূর সচকিত,
মাতাল গাছের সারি দোলা দেয় পুলকিত,
সিক্ত মলিন দেহ কেঁপে ওঠে থর থর,
দক্ষিনা বাতাস লাগে গায়
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা ।।
আকাশের বুক চিরে বিজলী চমকিত,
সোনালী রুপোলি আলোয় ছবি আঁকে কতশত ,
হৃদয়ের গহভরে বারি ঝরে অবিরত ,
তাই তো মল্লার গায়
গুরু গুরু শব্দে মেঘের ঘনঘটা ।।
🙏🙏🙏🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: